ফিলিস্তিনি ডাক্তার সাফিয়া নন, এ বছর শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

এ বছর ফিলিস্তিনি ডাক্তার হুসাম ইদ্রিস আবু সাফিয়া শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। 

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে৷ 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এ বছর ফিলিস্তিনি ডাক্তার হুসাম ইদ্রিস আবু সাফিয়া শান্তিতে নোবেল পুরস্কার পাননি বরং, গত ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শান্তিতে এ বছরের নোবেল পুরস্কার পেয়েছেন জানিয়ে ঘোষণা দিয়েছে নোবেল কমিটি। 

এ বিষয়ে অনুসন্ধানে দাবিটির সূত্রপাত হিসেবে পাবলিকিয়ান পরিবার নামে একটি পেজের পোস্ট শেয়ার হতে দেখা যায়। ১০ অক্টোবর রাত ১২ টা ৫১ মিনিটে এই পোস্টে শুরুতে ফিলিস্তিনি ডাক্তার হুসাম ইদ্রিস আবু সাফিয়া শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন শীর্ষক দাবি করা হলেও পরবর্তীতে তা সম্পাদনা করে লেখা হয়, তিনি এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

Comparison: Rumor Scanner 

রেওয়াজ অনুযায়ী, প্রতি বছর ১০ অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। সাধারণত বাংলাদেশ সময় দুপুরে এই ঘোষণা আসে। এবারও তার ব্যতিক্রম হয়নি। নোবেল প্রাইজের ফেসবুক পেজে ১০ অক্টোবর দুপুরের এক পোস্টে জানানো হয়, শান্তিতে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো।

অর্থাৎ, নোবেল কমিটির ঘোষণার আগেই ফেসবুকে ফিলিস্তিনি ডাক্তার হুসাম ইদ্রিস আবু সাফিয়া এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন বলে যে দাবি করা হয়েছে তা সঠিক নয়। 

সুতরাং, এ বছর ফিলিস্তিনি ডাক্তার হুসাম ইদ্রিস আবু সাফিয়া শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img