৫ আগস্ট দেশত্যাগের বিষয়ে শেখ হাসিনার সশরীরে কথা বলার দৃশ্য দাবিতে ডিপফেক ভিডিও প্রচার

সম্প্রতি, “৫ আগস্ট দেশত্যাগ নিয়ে শেখ হাসিনার সশরীরে কথা বলার দৃশ্য” দাবিতে একটি ভিডিও টিকটকে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টে দেশত্যাগ বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে কথা বলছেন দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের মে মাসে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকায় দেওয়া শেখ হাসিনার একটি সাক্ষাৎকারের ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন একটি অডিও সংযুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি থেকে প্রাপ্ত ইমেজ রিভার্স সার্চের মাধ্যমে দেশিয় মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম একাত্তর টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ০২ মে তারিখে “ভয়েস অব আমেরিকাকে দেয়া প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার” শিরোনামে প্রকাশিত একতি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Video Comparison by Rumor Scanner 

মুল ভিডিওর দৃশ্যাবলীর সঙ্গে আলোচিত ভিডিওটির ভিজ্যুয়াল সাদৃশ্যতা থাকলেও ভিডিওটির অডিওর সঙ্গে অমিল লক্ষ্য করা যায়। এছাড়া কথা বলার সময় শেখ হাসিনার মুখ ও ঠোঁটের অসাদৃশ্যতা লক্ষ্য করা যায়। 

পরবর্তীতে, শেখ হাসিনার দেয়া উক্ত সাক্ষাৎকারের বিষয়ে বিস্তারিত জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে জাতীয় দৈনিক এনটিভি’র ওয়েবসাইটে ২০২৩ সালের ০১ মে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot from NTV by Rumor Scanner 

উক্ত প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০২৩ সালের মে মাসের শুরুতে যুক্তরাষ্ট্র সফরকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগে একটি সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে তিনি (শেখ হাসিনা) বিএনপি ও তার মিত্রদের সঙ্গে আলোচনা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ও সাংবাদিক হয়রানি, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। 

উল্লেখ্য, গত ০৫ আগস্টে গণঅভ্যুত্থানের বিষয়ে এক বছর পূর্তি উপলক্ষে শেখ হাসিনা লাইভে আসার দাবির সপক্ষে কোনো তথ্য নির্ভরযোগ্য কোনো মাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। 

সুতরাং, ২০২৪ সালের ০৫ আগস্ট দেশত্যাগ বিষয়ে শেখ হাসিনা গত ০৫ আগস্ট সশরীরে কথা বলেছেন দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img