জামায়াতকে জড়িয়ে দুই উপদেষ্টা এবং প্রেস সচিবকে উদ্ধৃত করে একাধিক গণমাধ্যমের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

গত অক্টোবর মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে জড়িয়ে একাধিক গণমাধ্যমের নামে পৃথক তিনটি ফটোকার্ড প্রচার হতে দেখা গেছে।

আমার দেশ এর লোগো ও ডিজাইন সংবলিত একটি ফটোকার্ডে দাবি করা হয়- শফিকুল আলম বলেছেন, ‘জামায়াতের শৃঙ্খলা ও সততা সব রাজনৈতিক দলের জন্য অনুসরণ যোগ্য’। 

এনটিভির লোগো ও ডিজাইন ছবি সংবলিত একটি ফটোকার্ডে দাবি করা হয়- আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘জামায়াত সরকার গঠন করার সম্ভাবনা দেখিতেছি’।

আমার দেশ এর লোগো ও ডিজাইন সংবলিত আরেকটি ফটোকার্ডে দাবি করা হয়- ড. আসিফ নজরুল বলেছেন, ‘জামায়াত সরকার গঠন করবে’।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে ড. আসিফ নজরুল, আ ফ ম খালিদ হোসেন, শফিকুল আলম উল্লিখিত মন্তব্যগুলো করেননি। আমার দেশ এবং এনটিভিও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যম দুটির ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিগুলো প্রচার করা হয়েছে।

আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার।

ফটোকার্ড যাচাই ১

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে আমার দেশের লোগো ও তারিখ হিসেবে ০৯ অক্টোবর, ২০২৫ উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইটেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের অমিল লক্ষ্য করা যায়।

Comparison: Rumor Scanner

পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম কিংবা গ্রহণযোগ্য সূত্রের বরাতেও প্রেস সচিব শফিকুল আলমের উক্ত মন্তব্য সংবলিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷ 

ফটোকার্ড যাচাই ২

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেখা যায়, এতে এনটিভির লোগো এবং তারিখ হিসেবে ১১ অক্টোবর উল্লেখ রয়েছে। 

উল্লিখিত তথ্যের সূত্র ধরে এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, এনটিভির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

পাশাপাশি, অন্য কোনো সংবাদমাধ্যমে এবং নির্ভরযোগ্য কোনো সূত্রেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্যের প্রমাণ মেলেনি।

ফটোকার্ড যাচাই ৩

Screenshot: Facebook

এ বিষয়ে অনুসন্ধান শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে আমার দেশের লোগো এবং ফটোকার্ড প্রকাশের তারিখ হিসেবে ১৭ অক্টোবর, ২০২৫ উল্লেখ পাওয়া যায়। 

উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ১৭ অক্টোবর কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের অমিল লক্ষ্য করা যায়।

Comparison: Rumor Scanner

পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রের বরাতেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷ 

সুতরাং, জামায়াতকে জড়িয়ে ড. আসিফ নজরুল, আ ফ ম খালিদ হোসেন ও শফিকুল আলমকে উদ্ধৃত করে আমার দেশ এবং এনটিভির নামে প্রচারিত উল্লিখিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img