সম্প্রতি, “আজকে সন্ধ্যায় গাজীপুরে রাস্তায় টহলরত পুলিশের উপর ছুরিকাঘাত করেছে এক জঙ্গি। পরে অন্য পুলিশের সহায়তায় জঙ্গিকে ধরে ফেলে। রাস্তাঘাটে এখন প্রশাসনও নিরাপদ নয়।” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং গাজীপুরে নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২০ সালে ব্রাহ্মণবাড়িয়ায় ছুরি হাতে যুবকের পুলিশের ওপর হামলার ঘটনার ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কী ফ্রেম রিভার্স সার্চ করে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম এনটিভির ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ১ সেপ্টেম্বর ‘থানায় ঢুকে ছুরি হাতে পুলিশের ওপর যুবকের হামলা’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি শুরু থেকে ৫৭ সেকেন্ড অংশের হুবহু মিল রয়েছে।

পরবর্তীতে এ বিষয়ে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে ২০২০ সালের ২ সেপ্টেম্বর “ব্রাহ্মণবাড়িয়ায় থানায় ছুরি নিয়ে যুবকের হামলার অভিযোগ, ২ পুলিশ আহত” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২০ সালের ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ভেতরে এক যুবক ছুরি নিয়ে ঢুকে পুলিশের ওপর হামলা চালালে থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান (৪২) ও সাধন চাকমা (৩২) নামের এক কনস্টেবল আহত হয়। পুলিশ জেলা শহরের উত্তর মৌড়াইল এলাকার বাসিন্দা মোবাশ্বের হোসেন (৩০) নামক এক যুবককে সঙ্গে সঙ্গেই আটক করে।
সেসময় দেশে অন্যান্য গণমাধ্যমগুলোও এবিষয়ে সংবাদ (১,২) প্রকাশ করে।
সুতরাং, ২০২০ সালে ব্রাহ্মণবাড়িয়ায় ছুরি হাতে যুবকের পুলিশের ওপর হামলার ভিডিওকে সাম্প্রতিক সময়ের গাজীপুরের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- NTV News – থানায় ঢুকে ছুরি হাতে পুলিশের ওপর যুবকের হামলা
- Prothom Alo – ব্রাহ্মণবাড়িয়ায় থানায় ছুরি নিয়ে যুবকের হামলার অভিযোগ, ২ পুলিশ আহত