গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐকমত্য কমিশন আয়োজিত অনুষ্ঠানে জুলাই সনদ স্বাক্ষর হয়। সেখানে বিএনপি, জামায়াতে ইসলামীসহ রাজনৈতিক দলগুলো অংশ নেয়।
৩০ অক্টোবর রাতে ‘জুলাই সনদ কে অবৈধ ও বাতিল ঘোষণা করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

উল্লিখিত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জুলাই জাতীয় সনদকে অবৈধ বা বাতিল ঘোষণা করেননি বরং, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টে একটি ওয়েবসাইটের লিংক সূত্র হিসেবে দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে sadhinnews247 নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি একটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়। সাইটে ‘জুলাই সনদ বাতিল ঘোষণা করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন’ শীর্ষক দাবির বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে এবং প্রকাশকাল ২০২৫ সালের ৩০ অক্টোবর উল্লেখ রয়েছে।
কথিত এই সংবাদে দাবি করা হয়, আজ (৩০ অক্টোবর) বঙ্গভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ চুপ্ত ঘোষণা দিয়েছেন যে বহুল আলোচিত “জুলাই জাতীয় সনদ” আর কার্যকর নয়। তিনি এটিকে “রাষ্ট্রীয় স্থিতিশীলতার স্বার্থে অবৈধ ও বাতিল ঘোষণা করেনরাষ্ট্রপতি বলেন- “জুলাই সনদ দেশের সাংবিধানিক কাঠামোকে অস্থিতিশীল করে তুলছিল। সংবিধান ও সার্বভৌম সংসদের বাইরে কোনো দলিল বা চুক্তি কার্যকর হতে পারে না। জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সনদ রাষ্ট্র পরিচালনার নীতিনির্ধারণ করতে পারে না সেই কারণেই আজ আমি একে বাতিল ঘোষণা করছি।” উক্ত সংবাদে আরও দাবি করা হয়, জুলাই সনদ বাতিল করায় সরকার, বিরোধী দল এবং নাগরিক সমাজ প্রতিক্রিয়া জানিয়েছে।
স্বাভাবিকভাবে, রাষ্ট্রপতি জুলাই সনদ অবৈধ বা বাতিল ঘোষণা করলে সে বিষয়ে গণমাধ্যমে ফলাও করে খবর প্রচার হতো। তবে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে গণমাধ্যমে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিশ্বস্ত সূত্রেও উক্ত দাবির সত্যতা মেলেনি।
উল্লেখ্য, রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিট এসব ফ্রি ডোমেইনের সাইটগুলো নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে দেখা গেছে এসব ফ্রি ডোমেইনের পেছনে সংঘবদ্ধ চক্র কাজ করছে।
সুতরাং, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জুলাই জাতীয় সনদকে অবৈধ বা বাতিল ঘোষণা করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Analysis



 
                                    


