সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামের একটি টিকটক অ্যাকাউন্ট থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য দিচ্ছেন এমন একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল “এই দেশ ধ্বংস করার নায়ক ইউনূস। বললেন, নাহিদ ইসলাম।”

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৬৩ হাজার বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে দেশ ধ্বংসের নায়ক বলেননি নাহিদ ইসলাম। প্রকৃতপক্ষে, গত ১৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে সাক্ষ্য দেন নাহিদ ইসলাম, সে ঘটনার একটি ভিডিওর মাধ্যমে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে, মূলধারার গণমাধ্যম চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেলে ১৮ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য রয়েছে। ভিডিওতে থাকা নাহিদ ইসলামের পোশাকের রং, তার ব্যাকগ্রাউন্ডে থাকা সাদা টি-শার্ট পরিহিত ব্যক্তি, তার সামনে রাখা সংবাদ মাধ্যমের লোগোযুক্ত মাইক্রোফোনের অবস্থানে মিল রয়েছে।

তবে মূল ভিডিওটির কোথাও ড. ইউনূসকে নিয়ে নাহিদ ইসলামের এমন মন্তব্য শোনা যায়নি। এই ভিডিওতে নাহিদ ইসলাম বলেন, “৩ আগস্ট এক দফা আন্দোলনের ঘোষণা দেওয়ার পর অনেকের সঙ্গে পরামর্শ করে ৪ আগস্ট রাতেই ড. ইউনূসকে সরকার প্রধান হওয়ার প্রস্তাব করা হয়।”

এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের ১৮ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে সাক্ষ্য দেন নাহিদ ইসলাম। একপর্যায়ে তিনি বলেন, গত বছরের ৪ আগস্ট নতুন সরকার গঠনের পূর্বপ্রস্তুতি হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেন তারা। এ সময় ড. ইউনূসকে নতুন সরকারের প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দেওয়া হয়।
এছাড়া, মূলধারার গণমাধ্যমগুলোতেও ড. ইউনূসকে নিয়ে নাহিদ ইসলামের এমন কোনো মন্তব্যের তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, নাহিদ ইসলাম ড. ইউনূসকে দেশ ধ্বংসের নায়ক বলেছেন দাবিতে ভিন্ন বক্তব্যের ভিডিও প্রচার করা হয়েছে ; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Dhaka Post – ৪ আগস্ট নতুন সরকার গঠনের প্রস্তুতি নেওয়া হয়: নাহিদ
- Channel24 – YouTube Video



 
                                    


