সম্প্রতি ‘নতুন স্টাইলে অপু বিশ্বাস।’ ক্যাপশনে চিত্রনায়িকা অপু বিশ্বাস দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি অপু বিশ্বাসের নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় তৈরি একটি ভিডিওর স্থিরচিত্রকে অপু বিশ্বাসের আসল ছবি দাবিতে প্রচার করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে অপু বিশ্বাসের ফেসবুক পেজ ও ফেসবুক প্রোফাইলে পর্যবেক্ষণ করে আলোচিত খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, Bong Portrait নামক টিকটক অ্যাকাউন্টে গত ১৭ অক্টোবর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর অংশবিশেষের সাথে আলোচিত ছবিটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির প্রথম এক সেকেন্ড পরিমাণ অংশের সাথে আলোচিত ছবিটির মিল রয়েছে। উল্লিখিত অংশের স্ক্রিনশট সংগ্রহ করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত ভিডিওটির ক্যাপশন পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ‘AI-generated’ লেবেল যুক্ত করা আছে, যার অর্থ হলো পোস্টদাতা নিজেই ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে চিহ্নিত করেছেন।
উক্ত অ্যাকাউন্টটির অন্যান্য কন্টেন্ট পর্যবেক্ষণ করে দেখা যায়, এখানে নিয়মিতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে নির্মিত ভিডিও কন্টেন্ট প্রচার করা হয়। অ্যাকাউন্টটিতে এরকম একাধিক ভিডিও (১, ২ খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওটির বিষয়ে নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘Hive Moderation ’ মাধ্যমে ছবিটি পরীক্ষা দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

সুতরাং, এআই দিয়ে তৈরি একটি ভিডিওর স্থিরচিত্রকে অপু বিশ্বাসের আসল ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Apu Biswas – Facebook Page
- Apu Biswas – Facebook Profile
- Bong Portrait – TikTok Video
- Hive Moderation – Website



 
                                    


