বৃহস্পতিবার, অক্টোবর 30, 2025

সেনাপ্রধানের নির্দেশে এনসিপি নিষিদ্ধ হওয়ার ভুয়া দাবি প্রচার 

সম্প্রতি অনলাইনে কথিত এক সংবাদ প্রতিবেদন প্রচার করে দাবি করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা বলেছেন, হাসিনাকে তাড়িয়ে ভুল করেছি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের নির্দেশে নিষিদ্ধ হলো জাতীয় নাগরিক পার্টি – এনসিপি।

এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের নির্দেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিষিদ্ধ হওয়ার দাবি ও শেখ হাসিনাকে তাড়িয়ে ভুল করেছি শীর্ষক উমামা ফাতেমার মন্তব্য করার দাবি সঠিক নয়৷ প্রকৃতপক্ষে, কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়া কয়েকটি পুরোনো ও অপ্রাসঙ্গিক ভিডিও প্রচার করে আলোচিত দাবি প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত কথিত সংবাদ প্রতিবেদন পর্যবেক্ষণ করলে, শুরুতে পুলিশে ঘেরা অবস্থায় কয়েকজন ব্যক্তিকে নিয়ে যাওয়ার একটি ফুটেজ প্রদর্শিত হয়। উক্ত ফুটেজের বিষয়ে অনুসন্ধানে মূলধারার সংবাদমাধ্যম ‘বাংলাদেশ প্রতিদিন’ এর ইউটিউব চ্যানেলে ‘৫০ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে ধরা, ৪ সমন্বয়কের সাত দিন রিমান্ড’ শিরোনামে গত ২৭ জুলাইয়ে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত কথিত সংবাদ প্রতিবেদনের শুরুর অংশের মিল পাওয়া যায়। 

Comparison : Rumor Scanner 

এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে অনলাইন সংবাদমাধ্যম ‘বাংলা ট্রিবিউন’ ও ‘জাগোনিউজ২৪’ এর ওয়েবসাইটে গত ২৭ জুলাইয়ে প্রকাশিত প্রতিবেদনের সূত্রে জানা যায়, ‘ঢাকার গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের এক নেতার গত ২৭ জুলাই সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদাব, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদ। জানা গেছে, সম্প্রতি সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এই পাঁচ যুবক। আটকের পর এই পাঁচ জনকে তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।’

তবে উক্ত ঘটনায় এনসিপিকে নিষিদ্ধ করা বা উমামা ফাতেমার আলোচিত মন্তব্য করার দাবির কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত কথিত প্রতিবেদনে একজন সংবাদ উপস্থাপিকাকে বলতে শোনা যায়, ‘সমন্বয়ক পরিচয়ে গতকালের চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারাদেশের সকল কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।’

Comparison : Rumor Scanner

উক্ত ফুটেজের বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘যমুনা টিভি’র ইউটিউব চ্যানেলে ‘কেন্দ্র ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত’ শিরোনামে গত ২৭ জুলাইয়ে প্রকাশিত একটি ভিডিও সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত কথিত প্রতিবেদনে সংযুক্ত এই সংবাদ উপস্থাপিকার ভিডিও ফুটেজটি পাওয়া যায়। তবে উক্ত প্রতিবেদনেও আলোচিত দাবির কোনো উল্লেখ পাওয়া যায়নি।

এছাড়াও, কথিত প্রতিবেদনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রাব্বানীর একটি বক্তব্যের অংশ পাওয়া যায় যেখানে তাকে বলতে শোনা যায়, ‘..আজকের নায়করা ভিলেনেও পরিণত হতে পারে, আমি সাবধান করে দিচ্ছি’।.. উক্ত ফুটেজের বিষয়ে অনুসন্ধানে ‘ফেস দ্যা পিপল’ নামক ইউটিউব চ্যানেলে গত ২৫ জুলাইয়ে অধ্যাপক ড. গোলাম রাব্বানীর বক্তব্যের একটি ভিডিও প্রচার হতে দেখা যায়, যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত কথিত সংবাদ প্রতিবেদনে প্রদর্শিত দৃশ্যের মিল পাওয়া যায়।

Comparison : Rumor Scanner

ভিডিওতে তিনি বলেন, ‘২০২৪ এর জুলাই-আগস্টে হওয়া গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি বিপ্লবের পথ উন্মোচিত হয়েছে। এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই পথ দীর্ঘ হবে এবং এই দীর্ঘ পথে আজকের নায়করা ভিলেনেও পরিণত হতে পারে যদি এদেশের মানুষের আকাঙ্খা, স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলা হয়।’ বক্তব্যে তিনি ২০২৪ এর আন্দোলনের নানা বিষয়ে স্মৃতিচারণ করেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান নিয়ে কথা বলাসহ নানা বিষয় তার বক্তব্যে উল্লেখ করেন। তবে, কোথাও উক্ত ঘটনায় এনসিপিকে নিষিদ্ধ করা বা উমামা ফাতেমার আলোচিত মন্তব্য করার দাবির কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

Comparison : Rumor Scanner

এছাড়াও, কথিত সংবাদ প্রতিবেদনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদের দায় স্বীকার করার একটি ফুটেজেরও সংযুক্তি পাওয়া যায়। উক্ত ফুটেজের বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘নিউজ২৪’ এর ইউটিউব চ্যানেলে গত ২৭ জুলাইয়ে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত কথিত প্রতিবেদনে সংযুক্ত ভিডিও ফুটেজের তুলনা করলে মিল পাওয়া যায়। ভিডিওতে রিফাত রশীদ বলেন, ‘আমরা দায় স্বীকার করেছি এবং দায় স্বীকার করে সারা বাংলাদেশের সমস্ত যে এক্সিসটিং সাংগঠনিক কার্যক্রম রয়েছে আমরা সেটা স্থগিত করে দিয়েছি’। প্রকৃতপক্ষে, ভিডিওটি চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম ঘিরে সমালোচনার মুখে গত ২৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত করার ঘোষণার ভিডিও। এর সাথেও আলোচিত দাবির কোনো সম্পৃক্ততা নেই।

এছাড়াও, কথিত প্রতিবেদনটিতে আরো নানা অপ্রাসঙ্গিক ভিডিও ফুটেজের সংযুক্তি পাওয়া যায় যার কোনোটার সাথে আলোচিত দাবির সম্পৃক্ততা পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের নির্দেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিষিদ্ধ করা হয়েছে এবং শেখ হাসিনাকে তাড়িয়ে ভুল করেছি শীর্ষক মন্তব্য উমামা ফাতেমা করেছেন শীর্ষক দাবিগুলো মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img