ঢাকায় আ.লীগের সাম্প্রতিক মিছিল দাবিতে ২০২৪ সালের ভিডিও প্রচার 

গেল সেপ্টেম্বরে ‘ঢাকার রাজপথে আওয়ামীলীগ ইনশাআল্লাহ বিজয় আমাদের নিশ্চিত হবে,,,জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ ক্যাপশনে বাংলাদেশ আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত কোনো মিছিলের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের জুলাই মাসে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিলের ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে৷ 

এ বিষয়ে অনুসন্ধানে Ismail Chowdhury Samrat Official নামক ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৬ জুলাই ‘‘রাজাকার’ স্লোগানের প্রতিবাদে হাজারো নেতাকর্মী নিয়ে সম্রাট ভাইয়ের শোডাউন’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির অংশিক মিল রয়েছে। 

Comparison: Rumor Scanner 

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির ০০:০১ থেকে ০০:৩৬ সেকেন্ড পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে। তবে, উক্ত ভিডিওর অডিও ক্লিপের সাথে প্রচারিত ভিডিওটির অডিও ক্লিপের পার্থক্য রয়েছে। 

অর্থাৎ, প্রচারিত ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়। 

পরবর্তীতে, গণমাধ্যম বিবার্তা২৪ এর ওয়েবসাইটে ২০২৪ সালের ১৬ জুলাই ‘‘রাজাকার’ স্লোগানের প্রতিবাদে হাজারো নেতা-কর্মী নিয়ে সম্রাটের শোডাউন’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির সাথে আলোচিত ভিডিওটির দৃশ্যের মিল রয়েছে। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ‘রাজাকার’ স্লোগানের প্রতিবাদে সেবছরের ১৫ জুলাই রাতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মী। বিক্ষোভ মিছিলটিতে অংশ নিয়ে নেতাকর্মীরা ‘রাজাকারের আস্তানা, ভেঙে দাও উড়িয়ে দাও’, ‘রাজাকারের চামড়া, তুলে নেবো আমরা’, ‘হই হই রই রই, জামায়াত-শিবির গেলি কই’, ‘তোরা যারা রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’ ইত্যাদি স্লোগান দেয়।

উক্ত প্রতিবেদন এবং Ismail Chowdhury Samrat Official নামক ইউটিউব চ্যানেলের ভিডিওটি পর্যবেক্ষণ করে প্রতীয়মান হয় যে, ২০২৪ সালের ১৫ জুলাইয়ের বিক্ষোভ মিছিলের মূল ভিডিওটির অডিও ক্লিপের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তা ভিন্ন একটি স্লোগানের অডিও প্রতিস্থাপন করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

সুতরাং, চলতি বছরে সেপ্টেম্বরে ঢাকায় আওয়ামী লীগের আয়োজিত মিছিলের ভিডিও দাবিতে ২০২৪ সালের জুলাই মাসে আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিলের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img