মেট্রোরেলে আগুন দাবিতে এআই দিয়ে তৈরি ভিডিও প্রচার 

গত ২৬ অক্টোবর ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়লে এর আঘাতে মারা যান আবুল কালাম নামের শরীয়তপুরের এক ব্যক্তি। এরই প্রেক্ষিতে সম্প্রতি মেট্রোরেলে আগুন লাগার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। এতে দেখা যায়, একটি মেট্রো ট্রেন লাইনের ওপর কাত হয়ে পড়ে আছে এবং আগুন জ্বলছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।  

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি মেট্রোরেলে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ভুয়া ভিডিওর মাধ্যমে এ দাবি প্রচার করা হচ্ছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটি পর্যবেক্ষণে, এআই টুল ‘Sora’ এর নাম দেখতে পাওয়া যায়। পাশাপাশি, প্রচারিত ভিডিওটিতে ট্রেনের কাত হয়ে ঝুলে থাকা অবস্থান, আগুন লাগার দৃশ্য, ক্যামেরা অ্যঙ্গেলসহ পারিপার্শ্বিক অবস্থাতে অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি কনটেন্টে দেখা যায়। 

এছাড়াও, অনুসন্ধানে আলোচিত ভিডিওটি আসল হওয়ার সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে, মেট্রোরেলের অবকাঠামোর কোনো অংশ ভেঙে পড়লে এবং তাতে আগুন লাগলে তা মূলধারার গণমাধ্যমে ব্যপকভাবে প্রচার করা হতো। 

এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই ও ডিপফেক কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘ডিপফেক ও মিটার’ এ আলোচিত ভিডিওটি বিশ্লেষণ করলে এটি ভুয়া হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়। প্ল্যাটফর্মটির ‘AVSRDD (2025)’ ডিটেক্টরের বিশ্লেষণমতে ভিডিওটি ভুয়া বা এআই তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ। 

Screenshot : DeepFake-O-Meter 

অর্থাৎ, এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি মূলত এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। 

সুতরাং, এআই দিয়ে তৈরি একটি ভিডিওকে মেট্রোরেলে আগুন লাগার আসল দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।  

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img