সম্প্রতি ‘ব্রেকিং নিউজ যুক্তরাষ্ট্রের ভয়ংকর শিলাবৃষ্টি এই যেনো কিয়ামতের লক্ষণ…..!’ ক্যাপশনে বৃষ্টির সাথে ২০ কেজি ওজনের পাথর পড়ছে দাবিতে একটি ভিডিও গণমাধ্যমে ও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখুন- বৈশাখী টিভি (ফেসবুক), প্রবাস টাইম (ইউটিউব)।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যুক্তরাষ্ট্রে শিলাবৃষ্টির দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় তৈরি একটি ভিডিওকে আসল ঘটনার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে বিশালাকৃতির শিলা মাটিতে গড়িয়ে দেয়ালে মিলিয়ে যাওয়ার মতো কিছু অসঙ্গতি লক্ষ্য করা যায়।
উক্ত ভিডিওটির বিষয়ে নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘DeepFake-O-Meter’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

পরবর্তীতে, Love Trends Ai নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আলোচিত ভিডিওটির অনুরূপ দুটি ভিডিও (১, ২) খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওগুলো যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে৷
উক্ত ভিডিওগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, এগুলোতে এআই ভিডিও প্রস্তুতকারী প্লাটফর্ম InVideo এর জলছাপ রয়েছে। এছাড়া, ভিডিওগুলোর ক্যাপশন পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ‘#InVideoAI’ সূচক হ্যাশট্যাগ রয়েছে এবং ভিডিওটিতে ‘AI Info’ লেবেল যুক্ত করা আছে, যার অর্থ হলো পোস্টদাতা নিজেই ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে চিহ্নিত করেছেন।
উক্ত অ্যাকাউন্টটির অন্যান্য কন্টেন্ট পর্যবেক্ষণ করে দেখা যায়, এখানে নিয়মিতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে নির্মিত ভিডিও কন্টেন্ট প্রচার করা হয়। অ্যাকাউন্টটিতে শিলাবৃষ্টির দৃশ্য দাবিতে আরও ভিডিও খুঁজে পাওয়া যায়।
যুক্তরাষ্ট্রের কোনো স্থানে এত ভারী মাত্রায় শিলাবৃষ্টির ঘটনাটি যদি সত্য হতো, তবে উক্ত ঘটনার ভিডিও বা স্থিরচিত্র এবং ঘটনার বর্ণনা প্রচারিত হতো। কিন্তু, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো বিশ্বস্ত সূত্রে এ ধরনের ঘটনার উল্লেখ পাওয়া যায়নি।
সুতরাং, যুক্তরাষ্ট্রে শিলাবৃষ্টির দৃশ্য দাবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- DeepFake-O-Meter – Website
- Love Trends Ai – Instagram Post
- Love Trends Ai – Instagram Post





