সম্প্রতি, “আওয়ামীলীগ নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাঁধা নেই” শিরোনামে নির্বাচন হাইকমিশনারকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ নির্বাচন কমিশন কিংবা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের অংশগ্রহণ করতে কোনো বাঁধা নেই শীর্ষক কোনো বক্তব্য দেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যাঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া ফটোকার্ডকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে উক্ত দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি।
পরবর্তীতে অনুসন্ধানে ‘Iqbal Tv’ নামের একটি ফেসবুক পেজে গত ০২ অক্টোবরে আলোচিত ফটোকার্ডটি প্রথম পোস্ট হতে দেখা যায়।

আলোচ্য ‘Iqbal Tv’ পেজটির অ্যাবাউট সেকশনে গিয়ে দেখা যায়, সেখানে পেজটিকে বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা বলে উল্লেখ রয়েছে। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ একাধিক (১, ২, ৩) ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
তাছাড়া, নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কোনো ব্যক্তি এরূপ কোনো মন্তব্য করেছেন কী না সে বিষয়ে অনুসন্ধানে দেশিয় সংবাদমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, আলোচিত ফটোকার্ডটিতে নির্বাচন হাইকমিশনারকে উদ্ধৃত করা হলেও বাস্তবে বাংলাদেশ নির্বাচন কমিশনে ‘নির্বাচন হাইকমিশনার’ নামে কোনো পদবীর অস্তিত্ব নেই।
সুতরাং, নির্বাচন হাইকমিশনার ‘আওয়ামীলীগ নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাঁধা নেই’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Iqbal Tv: Facebook Post
- Rumor Scanner’s Analysis





