সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে উদ্ধৃত করে ‘শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে রাজি কিন্তু সার্বিক বিবেচনা করে আমরা যেতে দিচ্ছি না’ শিরোনামে একটি ফটোকার্ড ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উল্লিখিত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ‘শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে রাজি কিন্তু সার্বিক বিবেচনা করে আমরা যেতে দিচ্ছি না’ শীর্ষক মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া মন্তব্যকে আসল মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘Iqbal Tv’ নামক একটি লোগো খুঁজে পাওয়া যায়। পাশাপাশি ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ২৭ অক্টোবরের কথা উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে ‘Iqbal Tv’ নামক একটি ফেসবুক পেজে গত ২৭ অক্টোবর প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়।

‘Iqbal Tv’ পেজটির পরিচিতি অংশ থেকে জানা যায়, এই পেজটি বিনোদনের উদ্দেশ্যে পরিচালনা করা হয়। তাই এটির কোনো পোস্টকে গুরুত্ব না দিতে বলা হয়েছে।
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে এমন কোনো মন্তব্য করলে তা গণমাধ্যমে ঢালাওভাবে প্রচার হওয়ার কথা। তবে ভারত কিংবা বাংলাদেশের কোনো গণমাধ্যমেই আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ পাওয়া যায়নি।
সুতরাং, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Iqbal Tv – Facebook Post





