সম্প্রতি “আজকে জানলাম যে ইভানা খৃষ্টান ধর্মালম্বী” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সম্প্রতি অভিনয়শিল্পী পারসা ইভানাকে খ্রিষ্টান দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত তথ্যটি সঠিক নয় বরং তিনি একজন মুসলিম।
কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে অভিনয়শিল্পী পারসা ইভানার অফিসিয়াল ফেসবুক পেজ “Parsa Evana” এ ২০১৬ সালের ২৭ জুন ঈদ উপলক্ষে পোস্ট দিয়ে জানান, আমি পারসা ইভানা। আমি একজন মুসলিম এবং আমি আল্লাহকে ভালোবাসি। এর বাইরে আমি মানুষ এবং প্রতিনিয়ত ভুল করছি। তবুও তিনি আমাকে ভালোবাসেন, আমার পাপগুলো ক্ষমা করেন।

পরবর্তীতে পারসা ইভানার ফেসবুক প্রোফাইলের ধর্মীয় স্ট্যাটাস অনুসন্ধানেও দেখা যায়, তিনি নিজেকে ইসলাম ধর্মের অনুসারী হিসেবেই সেখানে উল্লেখ করেছেন।

বিষয়টি নিয়ে আরও নিশ্চিত হতে রিউমর স্ক্যানার টিমের পক্ষ থেকে পারসা ইভানার সাথে যোগাযোগ করা হয়।
তিনি রিউমর স্ক্যানারকে জানান, “আমি প্রথমে শুরুর দিকে একটা নাটক করেছিলাম নাইন অ্যান্ড এ হাফ নামে। সেখানে আমি ক্রিশ্চিয়ান মেয়ের চরিত্রে অভিনয় করি। তখন থেকে হয়তো মানুষ মনে করে, আমি খ্রিস্টান। কিন্তু আমি খ্রিস্টান নই। আমি এটা শুরুর দিকে অনেকবার বলেছিলাম৷ কিন্তু এখন আবার এটা দেখছি। কেউ হয়তো আমার তথ্য উইকিপিডিয়াতে দিয়েছে, যেটা আমার দেওয়া না। সেখানে প্রত্যেকটা তথ্যই ভুল। আমার জন্ম সাল, জন্ম মাস ভুল দেওয়া। আমার বয়স অনেক বেশি দেওয়া। সবকিছুই আসলে ভুল।”
তিনি আরও বলেন, “আমার নাম হচ্ছে পারসা ইভানা। নামের কারণে অনেক অডিয়েন্স কনফিউজড হয়ে যায়। আমার বাবা সুইজারল্যান্ডে থাকতেন, উনারাই তো আমার নাম ঠিক করেছেন৷ সুইজারল্যান্ডে থেকে বাবার পছন্দ হয়েছিল পারসা ইভানা নামটি। পারসা মানে খোদাভীরু, আর ইভানা মানে সুন্দর। আমার কোনো টাইটেল নেই, আমি কোনো টাইটেল ব্যবহার করি না।”
পুরো বিষয়টিকে বিব্রতকর উল্লেখ করে তিনি বলেন, “আমি যখন মানুষের পোস্টে কমেন্ট করলাম যে আমি মুসলিম, ভুল তথ্য ছড়াবেন না। তারপরও মানুষ লিখছে, একটু আগে জানলাম পারসা ইভানা খ্রিস্টান। মন ভেঙে গেল। তবে যাই হোক আমি বলতে চাই, আমি একজন মুসলিম, আমি একজন মানুষ।”
মূলত, কিছু অনির্ভরযোগ্য ওয়েবসাইটের বরাতে পারসা ইভানাকে খ্রিস্টান ধর্মাবলম্বী দাবি করে প্রচার করা হচ্ছে এবং গুগল সার্চের ক্ষেত্রেও তা প্রদর্শিত হচ্ছে। তবে পারসা ইভানা রিউমর স্ক্যানারকে জানান, তিনি একজন মুসলিম এবং তাকে নিয়ে এই ভুল প্রচারণার বিষয়েও বিব্রত তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে নাইন অ্যান্ড হাফ নামের একটি নাটকে খ্রিস্টান চরিত্রে অভিনয় করায় অনেকে এটা মনে করে থাকতে পারেন বলে ধারণা করছেন তিনি। এছাড়া, ২০১৬ সালে নিজেকে মুসলিম হিসেবে উল্লেখ করে একটি ফেসবুক পোস্ট করেছিলেন তিনি এবং তার ফেসবুক আইডির এবাউট সেকশনে ধর্ম হিসেবে ইসলাম উল্লেখ রয়েছে।
সুতরাং, পারসা ইভানা খ্রিষ্টান দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ গুজব।
তথ্যসূত্র
Parsa Evana’s FB Post: I am Parsa Evana. I’m a Muslim and I love Allah.
Parsa Evana Statement to Rumor Scanner