সম্প্রতি, “টাইগার শ্রফ ও তারা সুতারিয়া ইসলাম ধর্ম গ্রহন করেছেন।” শীর্ষক শিরোনামে কয়েকটি ছবি সংযুক্ত একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতীয় অভিনেতা টাইগার শ্রফ ও অভিনেত্রী তারা সুতারিয়ার ইসলাম ধর্ম গ্রহণ করার দাবিটি মিথ্যা এবং প্রচারিত ছবিগুলো তাদের অভিনীত ‘হিরোপান্তি-২’ নামের নতুন চলচ্চিত্রের সফলতা কামনার জন্য মুম্বাইয়ের মহিম দরগায় প্রার্থনাকালীন সময়ে ধারণকৃত।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, ‘deep’ নামের একটি টুইটার একাউন্টে গত ২৭ এপ্রিলে “#TigerShroff & #TaraSutaria visit Mahim Dargah ahead of #Heropanti2 release. (অনুবাদঃ হিরোপান্তি-২ মুক্তি পাওয়ার পূর্বে টাইগার শ্রফ ও তারা সুতারিয়ার মহিম দরগা ভ্রমণ)” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি পোস্টে একই ছবিগুলো খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে উক্ত টুইটার পোস্টে উল্লিখিত শিরোনামকে সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে, ভারতীয় একাধিক গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
মূলত, টাইগার শ্রফ ও তারা সুতারিয়া অভিনিত হিরোপান্তি-২ নামের একটি নতুন চলচ্চিত্র ২৯ এপ্রিলে মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটির সফলতা কামনার জন্য ভারতের মুম্বাইয়ে অবস্থিত মহিম দরগায় প্রার্থনা করতে যান তারা। উক্ত মহিম দরগায় প্রার্থনাকালীন সময়ে ধারণকৃত কিছু ছবি সংযুক্ত করে টাইগার শ্রফ ও তারা সুতারিয়ার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
এছাড়া, তাদের ইসলাম ধর্মের গ্রহণ সম্পর্কিত কোনো তথ্য ভারতীয় বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ভারতের মুম্বাইয়ে অবস্থিত মহিম দরগাহ মুসলমানদের উপাসনালয়ের পাশাপাশি পর্যটন কেন্দ্র হিসেবেও বেশ সুপরিচিত। উক্ত দরগায় বিভিন্ন সময়ে মুসলিম ছাড়াও ভিন্ন ধর্মের মানুষের আনাগোনা থাকায় বলা হয় মুম্বাইয়ের মাহিম দরগাহ সব ধর্মের মানুষকে একত্রিত করে।
তাছাড়া, পূর্বেও ভারতীয় চলচ্চিত্রের একাধিক তারকার ইসলাম ধর্ম গ্রহণের দাবিতে প্রচারিত তথ্যকে ভুয়া শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।
অর্থাৎ, টাইগার শ্রফ ও তারা সুতারিয়া অভিনিত চলচ্চিত্র হিরোপান্তি-২ এর সফলতা কামনার জন্য মুম্বাইয়ের মহিম দরগায় তাদের প্রার্থনাকালীন সময়ে ধারণকৃত কিছু ছবি সংযুক্ত করে তারা ইসলাম ধর্ম গ্রহণ করছেন দাবিতে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা।
তথ্যসূত্র
- Deep on twitter – https://twitter.com/KattarTigerian/status/1519279491516088320
- Times of India – Tiger Shroff and Tara Sutaria visit dargah and temple in the city to offer prayers ahead of ‘Heropanti 2’ release
- News18 – Tiger Shroff – Tara Sutaria : মুক্তি পাবে হিরোপান্তি ২! মহিম দরগা ও বাবুলনাথ মন্দিরে প্রার্থনা টাইগার-তারার
- Heropanti 2 on Google – https://g.co/kgs/4Jd5kx
- IndiaTV on YouTube – Mumbai’s Mahim Dargah uniting people of all faiths