ইন্ডিয়ান আইডলের মঞ্চে আজান শোনানোর ভিডিওটি এডিটেড

সম্প্রতি “মধুর সুরে আজান” শীর্ষক শিরোনামে ইন্ডিয়ান আইডলের মঞ্চে আজান শোনানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। 
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইন্ডিয়ান আইডল টেলিভিশন প্রোগ্রামে আজান শোনানোর আলোচিত ভিডিওটি বাস্তব নয় বরং ভিডিওটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, ‘Midy Tanjung’ নামের একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেলে গত ৪ জানুয়ারি তারিখে  “Masyallah❗️Silent Please Voice Adzan Semua Terdiam mendengarkan Adzan yang sangat merdu / Parody” শীর্ষক শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

উল্লিখিত ইউটিউব ভিডিওটির বর্ণনার এক অংশে ইন্দোনেশিয়ান ভাষায় লেখা রয়েছেঃ “video ini hanya berbentuk parodi atau editan saja, untuk berbagi atau menghibur berbagi kebaikan Media Dakwah untuk kalian semua. jangan saling menghujat apa lagi saling membenci, jika kalian suka dengan konten ini, kalian taukan harus ngapain, its okey see you again. bye bye. …”।  লেখাটি গুগল ট্রান্সলেটরের সাহায্যে অনুবাদ করে বুঝা যায় এটি একটি প্যারোডি ভিডিও যা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করে বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

তাছাড়া, Midy Tanjung হলো একজন ইন্দোনেশিয়ান ইউটিউবার। তার ইউটিউব চ্যানেলটিতে একই ধরণের অনেক ভিডিও রয়েছে, সে মূলত বিনোদনের উদ্দেশ্যে এই ধরণের প্যারোডি ভিডিও তৈরি করে তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করে থাকে।

Screenshot of YouTube videos by Midy Tanjung

ভিডিওটি এডিট করা কিনা তা অধিক নিশ্চিতের জন্য ‘Midy Tanjung’ ইউটিউব চ্যানেলে থাকা মূল ভিডিওর কিছু খন্ডিত দৃশ্য রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, ইন্ডিয়ান টেলিভিশন চ্যানেল ‘Sony Entertainment Television’ এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ১৭ জুলাইয়ে প্রকাশিত একটি ভিডিওর দুইটি খন্ডিত দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়। 

টাইমফ্রেম সহ দৃশ্যগুলো মিলিয়ে দেখুনঃ

১। মূল ভিডিও , প্যারোডি ভিডিও

২। মূল ভিডিও , প্যারোডি ভিডিও

এছাড়া, উল্লিখিত ‘Sony Entertainment Television’ এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ১৬ জুনে প্রকাশিত একটি ভিডিওর চারটি খন্ডিত দৃশ্যের সাথে ‘Midy Tanjung’ ইউটিউব চ্যানেলের আলোচিত ভিডিওটির মিল লক্ষ্য করা যায়।

টাইমফ্রেম সহ দৃশ্যগুলো মিলিয়ে দেখুনঃ

১। মূল ভিডিও , প্যারোডি ভিডিও
২। মূল ভিডিও , প্যারোডি ভিডিও
৩। মূল ভিডিও , প্যারোডি ভিডিও
৪। মূল ভিডিও , প্যারোডি ভিডিও

তাছাড়া, ‘Sony Entertainment Television’ এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ৫ এপ্রিলে প্রকাশিত একটি ভিডিওর একটি খন্ডিত দৃশ্যের সাথে ‘Midy Tanjung’ ইউটিউব চ্যানেলের আলোচিত ভিডিওটির মিল লক্ষ্য করা যায়।

মূলত, Midy Tanjung নামের একজন ইন্দোনেশিয়ান ইউটিউবারের বিনোদনের উদ্দেশ্যে এডিট করে তৈরি করা একটি ভিডিওকে ইন্ডিয়ান আইডল প্রোগ্রামে আজান শোনানোর ভিডিও দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, একই ইউটিউব চ্যানেলের ভিন্ন একটি ভিডিও ব্রিটেন’স গট ট্যালেন্ট টেলিভিশন প্রোগ্রামে আজান শোনানোর দৃশ্য দাবিতে ছড়িয়ে পড়লে সেটি মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্ট-চেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম।

সুতরাং, “মধুর সুরে আজান” শিরনামে ফেসবুকে ছড়িয়ে পড়া ইন্ডিয়ান আইডলের মঞ্চে আজান শোনানোর ভিডিওটি বাস্তব কোনো ভিডিও নয়, এটি একটি প্যারোডি ভিডিও।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img