ঢাবিতে ছাত্রদল ও ছাত্রশিবিরের মিছিলের দৃশ্যকে আ’লীগের সমর্থনে মিছিল দাবিতে প্রচার 

সম্প্রতি “মিছিল নিয়ে গোপালগঞ্জ থেকে ঢাকা রাজপথ দখল করলো আওয়ামীলীগের ছাত্রলীগ” ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। 

এই প্রতিবেদন লেখা অবধি ফেসবুকে ভিডিওটি দেখা হয়েছে প্রায় ১৩ লক্ষ বারেরও বেশি। এছাড়াও ভিডিওটিতে প্রায় দুই হাজারেরও বেশি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে এবং ১০ হাজার ছয় শতবারেরও বেশি শেয়ার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি আওয়ামীলীগের সমর্থনে কোনো মিছিলের দৃশ্য নয়। বরং, গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা ও দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গত ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিলের দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। পর্যবেক্ষণে ভিডিওটিতে ‘Muinuddin Gaus’ শীর্ষক একটি ওয়াটার মার্কের অস্তিত্ব পাওয়া যায়। 
পরবর্তীতে উক্ত তথ্যের সূত্র ধরে ‘Muinuddin Gaus’ নামক ফেসবুক অ্যাকাউন্টে গত ১৬ জুলাইয়ে প্রকাশিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে থাকা দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের হুবহু মিল রয়েছে।

এছাড়া, ‘DU Insiders’ নামক আরেকটি ফেসবুক পেজে গত ১৬ জুলাইয়ে একই ভিডিও প্রচার হতে দেখা যায়। যেখানে ভিডিওটি ছাত্রদল ও ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিলের দৃশ্য বলে দাবি করা হয়েছে এবং ক্যাপশনে ভিডিওটি ‘Muinuddin Gaus’ এর অ্যাকাউন্ট থেকে সংগ্রহ করা বলেও জানানো হয়েছে। 


উল্লিখিত তথ্যের ভিত্তিতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে গত ১৬ জুলাই তারিখে আলোচ্য বিষয়ে জাতীয় দৈনিক প্রথম আলো’র ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই সময়ে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ আলাদা বিক্ষোভ করেছে। এ সময় তিন ছাত্রসংগঠনের স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদ এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করে ছাত্রসংগঠনগুলো। 

সুতরাং, ঢাবি ক্যাম্পাস ছাত্রদল ও ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিলের দৃশ্যকে আওয়ামী লীগের সমর্থনে ঢাকার রাস্তায় ছাত্রলীগের মিছিল দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img