সম্প্রতি ‘জুলাই সনদে ৭১ এর গনহত্যা উল্লেখ থাকলে সাক্ষর করবে না শিবির – জাহিদুল।’ শিরোনামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের ছবি যুক্ত করে গণমাধ্যম আমার দেশের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জুলাই সনদে ৭১ এর গনহত্যা উল্লেখ থাকলে সাক্ষর করবে না শিবির – জাহিদুল।’ শিরোনামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের ছবি যুক্ত করে আমার দেশ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং জাহিদুল ইসলামও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে আমার দেশের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ০৩ আগস্ট, ২০২৫ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, ঢাকা পোস্টের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, আমার দেশের ফেসবুক পেজে গত ০৩ আগস্ট প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায় যেটির সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য রয়েছে।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের তারিখ ও আমার দেশের লোগোর মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। মূলত, এই ফটোকার্ডটির ‘অতীতে গর্ত খুঁড়েছিল যারা আজ তারাই পড়েছে সেই গর্তে’ শীর্ষক শিরোনামের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘জুলাই সনদে ৭১ এর গনহত্যা উল্লেখ থাকলে সাক্ষর করবে না শিবির – জাহিদুল।’’ শিরোনাম প্রতিস্থাপন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়া, আমার দেশের মূল ফটোকার্ডে থাকা জাহিদুল ইসলামের ছবিটির ভিন্ন একটি ভার্সনের পাশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মনোগ্রাম যুক্ত করে প্রচারিত ফটোকার্ডে জাহিদুল ইসলামের ছবির স্থলে প্রতিস্থাপন করা হয়েছে। তাছাড়া, আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।
মূল ফটোকার্ড সম্বলিত আমার দেশের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম গত ০২ আগস্ট তার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বলেছেন, “২০২৪ সালের ১ আগস্ট জুলাই আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে যে আওয়ামী লীগ ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল, মাত্র ৫ দিনের ব্যবধানে তারাই দেশ থেকে পালিয়ে গিয়ে জনতার আদালতে নিষিদ্ধ হয়ে গেল।” তিনি আরো বলেন, “অতীত থেকে শিক্ষা নিন। এটা বেশ কার্যকর। তাই ভবিষ্যতে কেউ নিজেদের গর্তে নিজেরাই পতিত হলে ছাত্রশিবির দায় নিবে না।”
উল্লেখ্য, আমার দেশের ফেসবুক পেজে গত ০৫ আগস্ট প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়, যেখানে আলোচিত ফটোকার্ডটি যুক্ত করে ক্যাপশনে উল্লেখ করা হয়, ‘আমার দেশের নামে ভু/য়া কার্ড বানিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল। ৩ আগস্ট তারিখ দিয়ে বানানো এই ফে/ক কার্ডে যে কথা বলা হচ্ছে, ওইদিন সে রকম কোনো নিউজ বা কার্ড আমার দেশের পক্ষ থেকে প্রচার করা হয়নি। তাই পাঠকদের সতর্ক থাকার অনুরোধ করা যাচ্ছে।’
এছাড়া, জাহিদুল ইসলামের ফেসবুক পেজ যাচাই করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
আমার দেশ ব্যতীত অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
সুতরাং, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের ছবি যুক্ত করে ‘জুলাই সনদে ৭১ এর গনহত্যা উল্লেখ থাকলে সাক্ষর করবে না শিবির – জাহিদুল।’ শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Daily Amar Desh – Facebook Page
- Daily Amar Desh – Website
- Daily Amar Desh – YouTube
- Daily Amar Desh – Facebook Post
- Jahidul Islam – Facebook Page