সম্প্রতি, অভিনেত্রী আজমেরী হক বাঁধন “জুলাইয়ে রাস্তায় নামাটা আমার জীবনের ভুল সিদ্ধান্ত” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে দৈনিক জনকণ্ঠের লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাঁধন আলোচিত মন্তব্যটি করেননি এবং উক্ত শিরোনামে দৈনিক জনকণ্ঠও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, গত ২৫ অক্টোবর প্রকাশিত জনকণ্ঠের ভিন্ন শিরোনামের একটি ফটোকার্ড সম্পাদনা করে ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে জনকণ্ঠের লোগো এবং এটি প্রকাশের তারিখ ২৫ অক্টোবর, ২০২৫ উল্লেখ রয়েছে।
প্রাপ্ত তথ্যের সূত্র ধরে জনকণ্ঠের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি, অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে, পত্রিকাটির ফেসবুক পেজে ২৫ অক্টোবরে ‘জুলাইয়ে রাস্তায় নামাটা আমার জীবনের সেরা সিদ্ধান্ত’ শীর্ষক তথ্য সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের প্রায় সকল উপাদানের মিল রয়েছে। শুধু আলোচিত ফটোকার্ডটিতে উক্ত ফটোকার্ডের শিরোনামের উপরে ‘সেরা সিদ্ধান্ত’ এর জায়গায় ‘ভুল সিদ্ধান্ত’ শীর্ষক লেখাগুলো যুক্ত করে দেওয়া হয়েছে।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে দৈনিক জনকণ্ঠের ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, অভিনেত্রী আজমেরী হক বাঁধন “জুলাইয়ে রাস্তায় নামাটা আমার জীবনের ভুল সিদ্ধান্ত” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে দৈনিক জনকণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Janakantha: Facebook Page
- Janakantha: Website
- Janakantha: Facebook Post





