এই ছবিতে মেহের আফরোজ শাওন ছিলেন না, সম্পাদনার মাধ্যমে অপপ্রচার 

সম্প্রতি, সাংবাদিক মাসুদ কামাল, সাংবাদিক আনিস আলমগীর ও উপস্থাপক আব্দুন নূর তুষারের সাথে অভিনেত্রী মেহের আফরোজ শাওন বসে আছেন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি আসল নয় বরং মূল ছবিটিতে সাংবাদিক মাসুদ কামাল, সাংবাদিক আনিস আলমগীর ও উপস্থাপক আব্দুন নূর তুষার থাকলেও শাওন ছিলেন না। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় শাওনের ভিন্ন একটি ছবিকে এই ছবিতে যুক্ত করে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে সাংবাদিক আনিস আলমগীরের ফেসবুক অ্যাকাউন্টে গত ২১ অক্টোবর প্রকাশিত একটি পোস্টে প্রায় একই ছবি খুঁজে পাওয়া যায়। তবে এই ছবিতে আনিস আলমগীরের সাথে আব্দুন নূর তুষার ও মাসুদ কামালকে দেখা গেলেও শাওনকে দেখা যায়নি। 

পরবর্তীতে মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্টে গত ১৪ সেপ্টেম্বরের একটি পোস্টে তার ছবিটি পাওয়া যায়। এই ছবিটিকে সম্পাদনার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড মুছে দিয়ে আনিস আলমগীর প্রকাশিত ছবিটিতে যুক্ত করা হয়েছে। 

Collage: Rumor Scanner 

অর্থাৎ, দুইটি ভিন্ন ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় জোড়া দিয়ে ভুয়া একটি ছবি বানিয়ে প্রচার করা হয়েছে।

সুতরাং, সাংবাদিক মাসুদ কামাল, সাংবাদিক আনিস আলমগীর ও উপস্থাপক আব্দুন নূর তুষারের সাথে মেহের আফরোজ শাওনের ছবি দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img