গত ২৭ অক্টোবর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম টি২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। উইন্ডিজের কাছে ম্যাচটি ১৬ রানে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস বলেন, ‘শামীম যেভাবে ব্যাটিং করেছে, সেটা সত্যিই হতাশাজনক। তার দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল।’ উল্লেখ্য, ম্যাচটিতে শামীম পাটোয়ারী ৪ বলে ১ রান করেন। এরই প্রেক্ষিতে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কথিত স্ক্রিনশট প্রচার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে শামীম পাটোয়ারী তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লিটন দাসের একটি পোস্টের ছবির স্ক্রিনশট সংযুক্ত করে ক্যাপশনে লিখেছেন, ‘Throwback Litton Kumer Das in July Protest, Supported Facist’
ছবিটি প্রচার করে দাবি করা হয়েছে, শামীম পাটোয়ারী লিটন দাসকে ‘ফ্যাসিস্ট’ এর সমর্থক দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। কিছু পোস্টে আরো দাবি করা হয়, পোস্টটি তৎক্ষণাৎ ডিলিট করে দেওয়া হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, লিটন দাসকে ‘ফ্যাসিস্ট’ এর সমর্থক দাবি করে শামীম পাটোয়ারী এমন কোনো ফেসবুক পোস্ট দেননি। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে তৈরি কথিত এই স্ক্রিনশটের ছবিটি প্রথমে একটি মিম/ট্রল পেজ থেকে প্রচার করা হলেও পরবর্তীতে তা আসল দাবিতে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Cricket Sarcasm Memes’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২৮ অক্টোবরে আলোচিত দাবিতে প্রচারিত সম্ভাব্য মূল ছবিটি পাওয়া যায়।

পেজটির বায়ো পর্যবেক্ষণ করলে দেখা যায়, এটি একটি ট্রল পেজ এবং এদের কনটেন্ট ‘সিরিয়াসলি’ না নিতে বলা হয়েছে।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত স্ক্রিনশটটি আসল হওয়ার সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে শামীম পাটোয়ারী এরূপ কোনো পোস্ট করলে তা মূলধারার সংবাদমাধ্যমে প্রচার করা হতো।
এছাড়াও, অনুসন্ধানে স্ক্রিনশটের কেবলমাত্র এই একটি সংস্করণই পাওয়া যায়। কিন্তু, স্ক্রিনশটে প্রায় ২ হাজারেরও অধিক রিয়েক্ট সংখ্যা দেখা যায়। অর্থাৎ, স্বাভাবিকভাবেই এরূপ কোনো পোস্ট শামীম পাটোয়ারী করে থাকলে তার একাধিক সংস্করণ থাকতো।
এছাড়াও অনুসন্ধানে আলোচিত দাবিটি প্রচার হওয়াকালীন সময়ে (২৮ অক্টোবর) শামীম পাটোয়ারীর ভেরিফাইড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে উইন্ডিজের বিপক্ষে টি২০ সিরিজ শুরু হওয়ার বিষয়ে গত ২৭ অক্টোবরের একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটির রিয়েক্ট সংখ্যা (2.1K) এবং শেয়ার সংখ্যা (4) এর সাথে আলোচিত দাবিতে প্রচারিত স্ক্রিনশটের রিয়েক্ট সংখ্যা ও শেয়ার সংখ্যার মিল পাওয়া যায়।

মন্তব্য সংখ্যা আলোচিত দাবিতে প্রচারিত কথিত স্ক্রিনশটে ২৮৭ হলেও রিউমর স্ক্যানারের অনুসন্ধানকারীর অনুসন্ধানের সময় তা ২৯৫ দেখা যায় এবং বাড়তি ৮টি কমেন্ট শেষ কয়েক ঘন্টার ভেতর হতে দেখা যায়। এ থেকে স্পষ্ট যে শামীম পাটোয়ারীর উক্ত পোস্টের রিয়েক্ট, কমেন্ট ও শেয়ার সংখ্যা নিয়ে তা আলোচিত দাবিতে প্রচারিত কথিত স্ক্রিনশটে সংযুক্ত করা হয়েছে বা উক্ত পোস্টের স্ক্রিনশট ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে।
সুতরাং, লিটন দাসকে ‘ফ্যাসিস্ট’ এর সমর্থক দাবি করে শামীম পাটোয়ারী ফেসবুক পোস্ট দিয়েছেন শীর্ষক দাবি মিথ্যা এবং প্রচারিত কথিত স্ক্রিনশটটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Cricket Sarcasm Memes – Facebook Post
- Shamim Hossain Patwary – Facebook Post
- Rumor Scanner’s analysis





