গত ২৮ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং বারডেম জেনারেল হাসপাতালের যৌথ উদ্যোগে টিএসসি মিলনায়তনে স্তন ক্যানসার বিষয়ে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাক বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামী।
এরই প্রেক্ষিতে, উক্ত অনুষ্ঠানের মঞ্চে ডাকসু ভিপি সাদিক কায়েম শেহরীন আমিন মোনামীর চুম্বন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডাকসু ভিপি সাদিক কায়েম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামীর চুম্বনের ভিডিওটি বাস্তব নয়। মূলত, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় আলোচিত ভিডিওটি তৈরি করে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘National News বাংলা’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ২৮ অক্টোবর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওতে সাদিক কায়েম এবং শেহরীন আমিন মোনামীর পোশাক, ব্যাকগ্রাউন্ড, সামনে থাকা পানির বোতলসহ সকল উপাদানের মিল রয়েছে।

তবে, উক্ত ভিডিওতে চুম্বনের কোনো দৃশ্য দেখা যায়নি।
এরপর, ‘নিউজ ইন বাংলাদেশ’ নামের একটি পেজ থেকে একই তারিখে প্রচারিত ১৭ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়। সেখানেও সাদিক কায়েমের সঙ্গে শেহরীন আমিন মোনামীকে পাশে বসে কথা বলতে দেখা যায়।
অর্থাৎ, সাদিক কায়েমের সঙ্গে শেহরীন আমিন মোনামীর কথোপকথনের সময়ের কোনো একটি অংশ ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
পরবর্তীতে, অধিকতর নিশ্চিত হওয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।

সুতরাং, এআই দিয়ে তৈরি একটি ভিডিও ডাকসু ভিপি সাদিক কায়েম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামীর চুম্বনরত বাস্তব দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Kaler Kantho- ডাকসুর উদ্যোগে স্তন ক্যানসার সচেতনতায় ফ্রি স্ক্রিনিং
- National News বাংলা- Facebook Post
- নিউজ ইন বাংলাদেশ- Facebook Post
- Daily Campus- ডাকসুর উদ্যোগে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কর্মসূচিতে বারডেমের ফ্রি স্ক্রিনিংসহ বিশেষ ছাড় ঘোষণা
- DeepFake-O-Meter





