সম্প্রতি “যেই লাশ টি দেখছেন।” শীর্ষক শিরোনামে একটি ছবিসহ কিছু তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
যা দাবি করা হচ্ছে
গত ১১ অক্টোবর ফেসবুকে ‘কওমি মহিলা মাদ্রাসা গাজীপুর’ নামক গ্রুপে ‘শিফা হায়াত’ নামক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি পোস্টে (আর্কাইভ) দাবি করা হয়, “যেই লাশ টি দেখছেন। তিনি ছিলেন কলরবের পরিচালক ও শিল্পী আইনুদ্দিন আল আজাদ। তার মৃত্যু হয়েছে প্রায় ১০থেকে ১২ বছর আগে। কয়েক দিন আগে তার কবর টা বৃষ্টির পানি পরে ভেঙে গিয়েছিল।তারপর কবর ঠিক করার জন্য এসে দেখল যে। তার লাশ আগের মতোই আছে। অর্থাৎ পঁচে নি।।কারণ তিনি শাহাদাত বরণ করেছিলেন। আর যারা শহিদ হয় তাদের লাশ পচে না। এটা আল্লাহ্ তায়ালা নিজেই বলেছেন তার কোরআনের মধ্যে, কপি, আল্লাহ ওনার সব গোনাহখাতা মাফ করে জান্নাত দান করুন, আমিন”
পোস্টে সাদা কাফন পরিহিত অবস্থায় আইনুদ্দীন আল আজাদের মরদেহের একটি ছবি যুক্ত করা হয়েছে।
একই দাবিতে সাম্প্রতিক সময়ে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আইনুদ্দীন আল আজাদের মৃতদেহের ছবিটি সাম্প্রতিক সময়ের নয় এবং তার কবরও বৃষ্টির পানিতে ভেঙ্গে যায়নি বরং ছবিটি ২০১০ সালে তার মৃত্যুকালীন সময়ের।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, ফেসবুকে ২০১৫ সালের ১৭ জুন ‘আইনুদ্দীন আল আজাদ রহ. ফ্যান পেইজ’ নামক পেজে ‘ফিরে এলো সেই বেদনাদায়জ ১৮ই জুন’ শিরোনামে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
পোস্টে বলা হয়, “২০১০ সালের এই দিনেই লাখো ভক্তদেরকে কাঁদিয়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনার মাধ্যমে আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন ইসলামী সঙ্গীত সম্রাট আঈনুদ্দীন আল আজাদ। আজ তার ৫ম মৃত্যু বার্ষিকী হলেও মনকে এখনও বুঝাতে পারছিনা যে, তিনি প্রভুর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন আমাদের ছেড়ে।”
পোস্টে সংযুক্ত তিনটি ছবির একটির সাথে সম্প্রতি আজাদের অক্ষত লাশ দাবিতে ছড়িয়ে পড়া ছবিটির হুবহু মিল পাওয়া যায়।
আইনুদ্দীন আল আজাদ বাংলাদেশের ‘কলরব শিল্পীগোষ্ঠী’ নামে একটি ইসলামী সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন। এ ব্যাপারে জানতে সংগঠনটির নির্বাহী পরিচালক সাইদ আহমেদের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম।
আইনুদ্দীন আল আজাদের মরদেহ ১০/১২ বছর পর অক্ষত থাকার ব্যাপারে জানতে চাইলে সাইদ আহমেদ রিউমর স্ক্যানারকে জানান, “বিষয়টি ভুয়া।” একইসাথে আজাদের কবর বৃষ্টির পানিতে ভেঙে যাওয়ার বিষয়টিও তিনি মিথ্যা বলে জানান।
২০১০ সালের ১৮ই জুন নাটোরে এক সড়ক দুর্ঘটনায় মারা যান আইনুদ্দীন আল আজাদ।
মূলত, ২০১০ সালে এক সড়ক দুর্ঘটনায় মারা যান কলরব শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা আইনুদ্দীন আল আজাদ। সে সময়ে তোলা তার মৃতদেহের একটি ছবিকে সম্প্রতি বৃষ্টির পানি পরে কবর ভেঙে যাওয়ার পর সেটি ঠিক করতে এসে অক্ষত অবস্থায় তার মৃতদেহ উদ্ধারের ছবি দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, পাকিস্তানে বিদ্যুৎপৃষ্ঠ হওয়া এক ব্যক্তিকে মাটিচাপা দিয়ে রাখার কিছু ছবিকে সাম্প্রতিক বছরগুলোয় ৩২ বছর আগে মারা যাওয়া ব্যক্তির অক্ষত মৃতদেহ বলে দাবির প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
সুতরাং, আইনুদ্দীন আল আজাদের লাশের ছবিটি সাম্প্রতিক সময়ের নয়।
তথ্যসূত্র
- ‘আইনুদ্দীন আল আজাদ রহ. ফ্যান পেইজ’: ‘ফিরে এলো সেই বেদনাদায়জ ১৮ই জুন’
- Statement from Sayed Ahmad, Executive Director, Kalarab.