শিক্ষার্থীদের মিছিলের ভিডিও সম্পাদনা করে আ.লীগের মিছিলের দাবিতে প্রচার

সম্প্রতি, আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। 

একই ভিডিও গাজীপুরে দলটির বিশাল মিছিলের দাবিতেও প্রচার হতে দেখা যায়। 

ভিডিওটিতে ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা ভয় নাই’, ‘আছিস যত রাজাকার, এই মূহুর্তে বাংলা ছাড়’ শীর্ষক স্লোগান দিতে শোনা যায়। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের নয়। এমনকি ভিডিওটি গাজীপুরেরও নয়। প্রকৃতপক্ষে, গত ২২ জুলাই এইচএসসি পরীক্ষা স্থগিতের প্রতিবাদে শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছিল। সেই বিক্ষোভের ভিডিওর সাথে ভিন্ন একটি অডিও যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে ছবি ও ভিডিও সংরক্ষণকারী প্লাটফর্ম  সাটারস্টকের ওয়েবসাইটে গত ২২ জুলাই আপলোড করা একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

উক্ত ভিডিওর বর্ণনা থেকে জানা যায়, ভিডিওটি গত ২২ জুলাই এইচএসসি-২০২৫ এর পরীক্ষা স্থগিতের প্রতিবাদে শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের করা সচিবালয়ের সামনে বিক্ষোভের। এছাড়া, মূল ভিডিওটিতে শেখ হাসিনাকে নিয়ে নয় বরং ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শোনা যায়। 

একই দিনে জাতীয় দৈনিক কালের কণ্ঠের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ২২ জুলাই দুপুর ২টার দিকে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ ধানমন্ডির পাঁচটি কলেজের শিক্ষার্থীরা সচিবালয়ে প্রবেশের এক নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিল।

সেই সময় একই তথ্যে সংবাদ প্রকাশ করেছিল ইত্তেফাক, প্রথম আলো, সমকাল সহ মূলধারার গণমাধ্যমও। 

অর্থাৎ, ভিডিওটি আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের নয়। 

সুতরাং, ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের পুরোনো ভিডিওর সাথে ভিন্ন অডিও যুক্ত করে সম্প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পাদিত। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img