নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত মসজিদের দৃশ্য দাবিতে পুরোনো ভিন্ন ভিন্ন ঘটনার ছবি প্রচার

গত ১৯ অক্টোবর নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের কাশেমবাজার জামে মসজিদে ‘দারসে কোরআন’ শীর্ষক কর্মসূচির আয়োজন করে ইসলামী ছাত্রশিবির। এ উপলক্ষে বিকেলে শিবিরের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা সেখানে জড়ো হন। আসরের নামাজের পর যুবদল ও বিএনপির নেতা-কর্মীরা সেখানে গিয়ে মসজিদে রাজনীতি করা যাবে না বলে হইচই শুরু করেন। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ান। এতে উভয় পক্ষের লোকজনই কমবেশি আহত হয়েছেন। পাশাপাশি, মসজিদটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। উক্ত ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষতিগ্রস্ত ভবনের কিছু ছবি প্রচার করে দাবি করা হচ্ছে এগুলো নোয়াখালীর কাশেমবাজার জামে মসজিদের ক্ষতিগ্রস্ত অবস্থার দৃশ্য। কিছু পোস্টে এগুলোকে মসজিদে বিএনপি-জামায়াতের হামলার ঘটনা বলে দাবি করা হচ্ছে। আবার কিছু পোস্টে এগুলোকে বিএনপি নেতা-কর্মী কর্তৃক মসজিদে হামলার ঘটনা বলে দাবি করা হচ্ছে। এছাড়া, কিছু পোস্টে কোনো দলকে দায়ী না করে ছবিগুলোকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার বলে দাবি করা হয়।

উল্লিখিত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে

থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো নোয়াখালীর কাশেমবাজার জামে মসজিদের নয় এবং সাম্প্রতিক সময়েরও নয়। প্রকৃতপক্ষে, প্রচারিত চারটি ছবির তিনটিই ২০২০ সালে নারায়ণগঞ্জের একটি মসজিদে দুর্ঘটনা জনিত বিস্ফোরণের। অন্যটি আফগানিস্তানের একটি মসজিদে ২০২১ সালে বোমা বিস্ফোরণের ঘটনার ছবি।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার।

ছবি যাচাই- ১

গত ১৯ অক্টোবর নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত মসজিদের ছবি বলে দাবি করা হলেও ছবিটি মূলত ২০২০ সালের সেপ্টেম্বরে নারায়ণগঞ্জের দুর্ঘটনাজনিত বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত মসজিদের। যা সেসময় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া গেছে।

ছবি যাচাই- ২


গণমাধ্যম সূত্রে জানা যায়, পুলিশ সদস্যদের ক্ষতিগ্রস্ত মসজিদ পরিদর্শনের এই ছবিটিও ২০২০ সালের সেপ্টেম্বরে নারায়ণগঞ্জে দুর্ঘটনাজনিত বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত মসজিদের।

ছবি যাচাই- ৩

পরিত্যক্ত কক্ষের এই ছবিটিও নোয়াখালীর কাশেমবাজার জামে মসজিদের নয়। এটি ২০২০ সালে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ধারণকৃত বলে সেসময় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়।

ছবি যাচাই- ৪

নোয়াখালীতে মসজিদে অনুষ্ঠান করা নিয়ে সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত মসজিদের দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি মূলত ২০২১ সালে আফগানিস্তানের একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনার। সেসময় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত হয়েছে রিউমর স্ক্যানার।

অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর সাথে নোয়াখালীতে মসজিদ প্রাঙ্গণে বিএনপি-জামায়াতের সংঘর্ষের ঘটনার কোনো সংশ্লিষ্টতা নেই।

সুতরাং, নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত মসজিদের দৃশ্য দাবিতে ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img