শেখ হাসিনা দেশে ফিরে গোপালগঞ্জে অবস্থান করছেন দাবিতে ২০২৩ সালের পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, “দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলহামদুলিল্লাহ নেতৃ গোপালগঞ্জে আছে সবাই সেয়ারকরবেন” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৩ লক্ষ ৪৯ হাজারবার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং শেখ হাসিনাও বাংলাদেশে ফেরেননি। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে শেখ হাসিনা কাতার সফর থেকে দেশে ফেরার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ভিডিওতে থাকা লোগোর সূত্র ধরে ইলেকট্রনিক গণমাধ্যম বাংলাভিশনের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৫ মে ‘তিনদিনের কাতার সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর শুরু থেকে ১৮ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। 

Comparison: Rumor Scanner

এ বিষয়ে আরো অনুসন্ধান করে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে ২০২৩ সালের প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারে তার তিন দিনের সরকারি সফর শেষে ২৫ মে (২০২২) ভোরে দেশে ফেরেন। শেখ হাসিনা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির আমন্ত্রণে তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামে (কিউইএফ) যোগ দিতে ২২ মে (২০২২) দোহায় গিয়েছিলেন। 

সে সময় অন্যান্য গণমাধ্যমগুলোও এ বিষয়ে সংবাদ (, , ) প্রচার করে।  

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এখন সেখানেই অবস্থান করছেন তিনি। 

সুতরাং, ২০২৩ সালে শেখ হাসিনার কাতার সফর থেকে দেশে ফেরার ভিডিওকে সম্প্রতি তিনি দেশে ফিরে গোপালগঞ্জে অবস্থান করছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img