প্রধান উপদেষ্টা ড. ইউনূস পদত্যাগ করেছেন শীর্ষক দাবিটি ভুয়া 

সম্প্রতি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন শীর্ষক দাবিতে কিছু পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার। পর্যবেক্ষণে দেখা যায়, পোস্টগুলো ‘Tapasshe Tabassum Urmi’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে। 

উক্ত পোস্টগুলো দেখুন: এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন শীর্ষক দাবিটি সঠিক নয়। বরং, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টে একটি ওয়েবসাইটের লিংক সূত্র হিসেবে দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘fullmoviedownload76246’ নামের সাইটটি ব্লগস্পট প্ল্যাটফর্মে তৈরি ও blogspot.com ডোমেইনে হোস্ট করা একটি ভূঁইফোড় ওয়েবসাইট বলে প্রতীয়মান হয়। উক্ত ‘fullmoviedownload76246.blogspot.com’ নামের এই ওয়েবসাইটে কথিত দাবির বিষয়ে প্রকাশিত সংবাদটি পরবর্তীতে সরিয়ে নিয়ে একটি জুয়ার বিজ্ঞাপনে প্রবেশ করায়। 

Screenshot: fullmoviedownload76246.blogspot.com 

স্বাভাবিকভাবে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করলে সে বিষয়ে গণমাধ্যমে ফলাও করে খবর প্রচার হতো। তবে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে গণমাধ্যমে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিশ্বস্ত সূত্রেও উক্ত দাবির সত্যতা মেলেনি। 

এছাড়া, প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ কিংবা প্রেস উইং এর পক্ষ থেকেও আলোচিত দাবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। 

পাশাপাশি, গত ২০ অক্টোবর বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে ড. মুহাম্মদ ইউনূস বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। তিনি বলেন, সরকার এরই মধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-কে বিশ্বমানের সংস্থা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকীকরণের একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে তা উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও প্রকাশ প্রক্রিয়াকে আরও কার্যকর, প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলবে।

অর্থাৎ,  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করেননি তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে। 

সুতরাং, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img