আজিজ খানের ভিন্ন প্রসঙ্গের ভিডিও সম্পাদনা করে বিনিয়োগের প্রতারণার ফাঁদ 

সম্প্রতি, সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের কথিত বক্তব্যের একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ৩১ হাজার টাকা বিনিয়োগ করলে সপ্তাহে সাড়ে চার লক্ষ টাকা পাওয়া যাবে। 

ভিডিওটিতে একাত্তর টেলিভিশনের লোগোও দেখা যায়। 

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আজিজ খান ৩১ হাজার টাকা বিনিয়োগ করলে সপ্তাহে সাড়ে ৪ লক্ষ টাকা পাওয়া যাবে শীর্ষক কোনো মন্তব্য করেননি এবং এ সংক্রান্ত কোনো বিনিয়োগ সংস্থার সাথেও তিনি যুক্ত নন। এছাড়া, একাত্তর টেলিভিশনও তার এ সংক্রান্ত কোনো ভিডিও প্রচার করেনি। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে ভিন্ন প্রসঙ্গে আজিজ খানের একটি ভিডিওর সাথে একাত্তর টেলিভিশনের লোগো যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটিতে থাকা একাত্তর টেলিভিশনের লোগোর সূত্রে গণমাধ্যমটির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল কিংবা ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো ভিডিও বা তথ্য পাওয়া যায়নি। 

পরবর্তীতে আজিজ খানের নামে পরিচালিত ফেসবুক পেজে ২০২৪ সালের ১০ জুন প্রকাশিত একটি ভিডিও বার্তা পাওয়া যায়। উক্ত ভিডিওতে আজিজ খানের পোশাক, ব্যাকগ্রাউন্ড এবং আনুষাঙ্গিক সবকিছুর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

আজিজ খান তার এই ভিডিও বার্তায় আলোচিত দাবি সম্বলিত কোনো মন্তব্য করেননি। বরং তিনি জেরা নামে একটি কোম্পানিকে তাদের কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন। 

অর্থাৎ, উক্ত ভিডিওর একটি অংশ কেটে নিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

সুতরাং, ৩১ হাজার টাকা বিনিয়োগ করলে সপ্তাহে সাড়ে ৪ লক্ষ টাকা পাওয়া যাবে শীর্ষক দাবিতে আজিজ খানের নামে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img