দেশব্যাপী চলমান অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে গত ১৯ অক্টোবর পাবনার সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দাবিতে সামাজিক যোগাযোগা মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আগুন লাগার ঘটনা দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, গত ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আয়োজিত ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে গত ১৯ অক্টোবর পাবনার সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে আগুন লাগার সত্যতা পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে Pabna Group নামের একটি ফেসবুক পেজে একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। পোস্টে বলা হয়, ভিডিওটি পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অগ্নিকাণ্ডের ঘটনার নয়। এটি ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়ার ভিডিও। পোস্টটির এডিট হিস্টোরি থেকে জানা যায়, উক্ত পেজ থেকেও প্রথমে ভিডিওটি উল্লিখিত কলেজে অগ্নিকাণ্ডের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছিল। যা পরে সংশোধন করা হয়েছে।
প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে পাবনার স্থানীয় গণমাধ্যম দৈনিক পাবনার আলো-এর ফেসবুক পেজে গত ১৩ অক্টোবর প্রচারিত সেদিনের মহড়ার ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

এছাড়াও আরেকটি স্থানীয় গণমাধ্যমের ফেসবুক পেজে উক্ত মহড়ার আরেকটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উভয় প্রতিবেদন থেকে একই তথ্য পাওয়া যায়।
পরবর্তীতে মূলধারার গণমাধ্যম এনটিভির ওয়েবসাইটে সেদিনের মহড়ার বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে আরও জানা যায়, উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, ফায়ার সার্ভিস সদস্য, স্কাউট, বিএনসিসি, রোভার স্কাউটস এবং স্বেচ্ছাসেবীরা অংশ নেন। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় তাৎক্ষণিক করণীয়, আহতদের উদ্ধার কৌশল, নিরাপদ আশ্রয়ে যাওয়ার পদ্ধতি এবং বজ্রপাত থেকে রক্ষার উপায় শিক্ষার্থীদের হাতে-কলমে প্রদর্শন করেন বলেও প্রতিবেদনটি থেকে জানা যায়।
সুতরাং, পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার ভিডিওকে একই কলেজে অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।