ব্যালন ডি’অর বিজয়ী মুসলিম ফুটবলারদের নিয়ে সময় টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওর একটি অংশে বলা হয়েছে “জর্জ উইয়াহ ব্যালন ডি’অর জয়ী সর্বপ্রথম মুসলিম ফুটবলার”
উক্ত ইউটিউব ভিডিওটি দেখুন এখানে।
আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জর্জ উইয়াহ ব্যালন ডি’অর জয়ী সর্বপ্রথম মুসলিম ফুটবলার নয় বরং তিনি ব্যালন ডি’অর জয়ের পূর্বেই খ্রিষ্টান ধর্মে ফিরে গিয়েছিলেন।
কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, লাইবেরিয়ার রাষ্ট্রপতির অফিসিয়াল ওয়েবসাইটে “Biography of Liberia’s 24th President” শীর্ষক শিরোনামে লাইবেরিয়ার ২৪ তম এবং বর্তমান রাষ্ট্রপতি জর্জ উইয়াহ এর জীবনী খুঁজে পাওয়া যায়। তার ধর্ম সম্পর্কে উক্ত জীবনি থেকে জানা যায়, জর্জ উইয়াহ ০১ অক্টোবর ১৯৬৬ সালে খ্রিষ্টান পরিবারে জন্মগ্রহণ করেন। এরপর ১৯৮৯ সালে তিনি মুসলিম হন। কিন্তু ১৯৯৪ সালে তার দাদীর মৃত্যুর পর তিনি পুনরায় খ্রিষ্টান ধর্মে ফিরে যান।
এছাড়া, ব্যালন ডি’অর পুরস্কার প্রদানকারী ফ্রান্স ফুটবলের অফিশিয়াল ওয়েবসাইটেও একই তথ্য পাওয়া গিয়েছে।
তাছাড়া, ফুটবল সম্পর্কিত পরিসংখ্যান সংগ্রহকারী প্রতিষ্ঠান RSSSF এর ওয়েবসাইট থেকে জানা যায়, ১৯৯৫ সালের ২৬ ডিসেম্বর ব্যালন ডি’অর প্রতিযোগিতার ভোটের ফলাফল প্রকাশিত হয়েছিলো এবং জর্জ উইয়াহ ভোটে প্রথম হয়ে ব্যালন ডি’অর জিতেন।
অর্থাৎ, জর্জ উইয়াহ ১৯৯৪ সালে পুনরায় খ্রিষ্টান ধর্মে ফিরে যাওয়ার একবছর পর ১৯৯৫ সালের ২৬ ডিসেম্বর ব্যালন ডি’অর জিতেছিলেন।
মূলত, ২০২২ সালের ফুটবলারদের সবচেয়ে মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন ফ্রেঞ্চ মুসলিম ফুটবলার করিম বেনজেমা। এরপর উক্ত বিষয়কে কেন্দ্র করে সময় টিভির ইউটিউব চ্যানেলে ব্যালন ডি’অর বিজয়ী মুসলিম ফুটবলারদের নিয়ে প্রকাশিত একটি ভিডিওতে দাবি করা হয় “ব্যালন ডি’অর জয়ী সর্বপ্রথম মুসলিম ফুটবলার জর্জ উইয়াহ।” তবে অনুসন্ধানে দেখা যায়, জর্জ উইয়াহ ১৯৬৬ সালে খ্রিষ্টান পরিবারে জনগ্রহণের পর ১৯৮৯ সালে মুসলিম হলেও ১৯৯৫ সালের ২৬ ডিসেম্বর ব্যালন ডি’অর জয়ের এক বছর পূর্বেই ১৯৯৪ সালে পুনরায় খ্রিষ্টান ধর্মে ফিরে যান।
উল্লেখ্য, ফরাসি ক্রীড়া সাময়িকী ফ্রান্স ফুটবল প্রতি বছর ব্যালন ডি’অর পুরস্কার প্রদান করে থাকে। এটি ব্যক্তিগত পর্যায়ে ফুটবল খেলোয়াড়দের জন্য সবচেয়ে মর্যাদার পুরস্কার হিসেবে গণ্য করা হয়। পুরস্কারটি ১৯৫৬ সাল থেকে প্রদান করা শুরু হয়। ২০২২ সালে ফ্রেঞ্চ মুসলিম ফুটবলার করিম বেনজেমা এই পুরস্কারটি জিতেছেন। এর আগে ১৯৯৮ সালে অন্য আরেক ফ্রেঞ্চ মুসলিম ফুটবলার জিনেদিন জিদান এই পুরস্কারটি জিতেছিলেন।
প্রসঙ্গত, পূর্বে করিম বেনজেমাকে ব্যালন ডি’অর বিজয়ী একমাত্র মুসলিম ফুটবলার দাবি করে একটি তথ্য ছড়িয়ে পড়লে রিউমর স্ক্যানার টিম উক্ত তথ্যটিকে মিথ্যা শনাক্ত করে ফ্যাক্ট-চেক প্রতিবেদন প্রকাশ করেছে।
সুতরাং, “জর্জ উইয়াহ ব্যালন ডি’অর জয়ী সর্বপ্রথম মুসলিম ফুটবলার” শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Emansion – Biography of Liberia’s 24th President
- Ballon d’Or #ballondor on Twitter – https://twitter.com/francefootball/status/1576059542173007872
- Francefootball – https://app.francefootball.fr//fiche/joueur/george-weah/4284
- Rsssf – European Footballer of the Year (“Ballon d’Or”) 1995
- Nytimes – Benzema Wins Ballon d’Or After Years of Waiting His Turn
- Rsssf – European Footballer of the Year (“Ballon d’Or”) 1998
- Wikipedia – ব্যালন ডি’অর