শুক্রবার, সেপ্টেম্বর 22, 2023
spot_img

করিম বেনজেমা ব্যালন ডি’অর বিজয়ী একমাত্র মুসলিম নয়

সম্প্রতি “ইতিহাসের একমাত্র মুসলিম ফুটবলার ব্যলন ডি অর বিজয়ী করিম বেনজমা” শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

করিম

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ২০২২ সালের ব্যালন ডি’অর বিজয়ী করিম বেনজেমা ইতিহাসের একমাত্র ব্যালন ডি’অর বিজয়ী মুসলিম নয় বরং তার পূর্বে ১৯৯৮ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন মুসলিম ফুটবলার জিনেদিন জিদান।

করিম বেনজেমার ব্যালন ডি’অর বিজয়

ফ্রান্স ফুটবলের দেওয়া ফুটবলারদের সবচেয়ে মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর এর ২০২২ সালের বিজয়ী হন করিম বেনজেমা। ফ্রান্স জাতীয় দলের এই ফুটবলার স্পেনের ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব পর্যায়ে ফুটবল খেলেন। ৩৪ বছর বয়সী মুসলিম ধর্মাবলম্বী বেনজেমা ব্যালন ডি’অর বিজয়ের পর তিনি “ইতিহাসের একমাত্র ব্যালন ডি’অর বিজয়ী মুসলিম” শীর্ষক একটি ভুল দাবি ফেসবুকে প্রচারিত হচ্ছে।

বেনজেমার পূর্বে কি কোনো মুসলিম ধর্মাবলম্বী ব্যালন ডি’অর জিতেছেন?

কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, দেশীয় মূলধারার সংবাদপত্র দৈনিক নয়া দিগন্তের অনলাইন সংস্করণে গত ১৮ অক্টোবর “বেনজেমার আগে ব্যালন ডি’অর জিতেছেন যে মুসলিম ফুটবলার?” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায় করিম বেনজেমার পূর্বে ১৯৯৮ সালে জিনেদিন জিদান সর্বপ্রথম মুসলিম হিসেবে ব্যালন ডি’অর জিতেছিলেন।

পরবর্তীতে, জিনেদিন জিদানের লকড উইকিপিডিয়া নিবন্ধন পর্যবেক্ষণ করে দেখায় যায় সেখান তার ধর্ম মুসলিম বলা হয়েছে এবং ১৯৯৮ সালে তার ব্যালন ডি’অর বিজয়ের তথ্যটিও রয়েছে সেখানে।

এছাড়া, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের ওয়েবসাইটে ২০০৪ সালের ৪ এপ্রিল জিনেদিন জিদানকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে তাকে নন-প্র্যাক্টিসিং মুসলিম উল্লেখ করেছে।

জর্জ উইয়াহ কি মুসলিম ব্যালন ডি’অর বিজয়ী?

ফেসবুকে প্রচারিত আলোচিত গুজব পোস্টগুলোর কমেন্টে অনেকে দাবি করছে বেনজেমা ব্যালন ডি’অর বিজয়ী তৃতীয় মুসলিম। তাদের ভাষ্য মতে, বেনজেমার পূর্বে মুসলিম ফুটবলার জর্জ উইয়াহ এবং জিনেদিন জিদান ব্যালন ডি’অর জিতেছিলেন।

উক্ত কমেন্টগুলোর জিনেদিন জিদানের তথ্যটি সত্য হলেও জর্জ ওয়াহ এর তথ্যটি সত্য নয়। জর্জ উইয়াহ খ্রিষ্টান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু ১৯৮৯ সালে নিজ ধর্ম ছেড়ে মুসলিম হন। তবে, তার দাদীর মৃত্যুর পর দাদীর ধর্মীয় শিক্ষাকে বাঁচিয়ে রাখতে তিনি ১৯৯৪ সালে পুনরায় খ্রিষ্টান  ধর্মে ফিরে যান। খ্রিষ্টান ধর্মে ফিরে যাওয়ার এক বছর পর ১৯৯৫ সালে তিনি ব্যালন ডি’অর জিতেছিলেন।

মূলত, মুসলিম ফুটবলার করিম বেনজেমা ২০২২ সালের ফুটবলারদের সবচেয়ে মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর জয়ের পর তিনি “ইতিহাসের একমাত্র ব্যালন ডি’অর বিজয়ী মুসলিম” শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হয়। তবে অনুসন্ধানে জানা যায়, বেনজেমার পূর্বে আরেক মুসলিম ফুটবলার জিনেদিন জিদান ১৯৯৮ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন।

Also Read: কাতারে সমকামিতা অবৈধের কারণে সুযোগ পেয়েও কাভাল্লোর বিশ্বকাপ না খেলার দাবিটি মিথ্যা

সুতরাং, “করিম বেনজেমা ইতিহাসের একমাত্র ব্যালন ডি’অর বিজয়ী মুসলিম” শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img