আয়ারল্যান্ড সরকার শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করেনি

সম্প্রতি ‘ব্রেকিং নিউজ এবার বৈধ প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ঘোষণা করেছেন ন্যাটো ভুক্ত দেশ আয়ারল্যান্ড সরকার…….. হেগ ডেভেলপমেন্ট ডিভিশন বৈঠক চলাকালীন বাংলাদেশ প্রসঙ্গ আসলে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী সেগ্রী ল্যারি আজ শেখ হাসিনা সরকার বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন’ শীর্ষক ক্যাপশনে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত পোস্টগুলো দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে আয়ারল্যান্ড সরকার শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেনি। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। আলোচিত পোস্টে সংযুক্ত ছবিতে অ্যান্টিগুয়া ও বারবুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউনের সাথে করমর্দনরত নারী সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশিমি। 

এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এছাড়া, আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতেও আলোচিত দাবিটির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ উল্লেখ থাকতে দেখা যায়নি।

পরবর্তীতে, পোস্টে সংযুক্ত ছবিটির রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অ্যান্টিগুয়া ও বার্বুডা ভিত্তিক স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম “Trumpet News” এর ওয়েবসাইটে ২০২৫ সালের ২ জুলাই “Prime Minister Browne Advances National Agenda Through Strategic Bilateral Engagements at FfD4” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। আলোচিত দাবিতে প্রচারিত ছবির সাথে উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবিটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner

উক্ত প্রতিবেদনের বিবরণী থেকে জানা যায়, অ্যান্টিগুয়া ও বার্বুডার মাননীয় প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন স্পেনের সেভিয়ায় অনুষ্ঠিত ‘Fourth International Conference on Financing for Development (FfD4)’ এর দ্বিতীয় দিনে অগ্রাধিকারভিত্তিক গুরুত্বপূর্ণ উন্নয়ন ইস্যুগুলো নিয়ে লক্ষ্যভিত্তিক আলোচনা করেন, যার মধ্যে ছিল ঋণমুক্তির কৌশল, জলবায়ু সহনশীলতা বিষয়ক অর্থায়ন, এবং সক্ষমতা উন্নয়ন কর্মসূচি।

Screenshot: Trumpet News

প্রতিবেদনে সংযুক্ত গ্যাস্টন ব্রাউন ও রিম আল হাশিমির ছবি সম্পর্কে বলা হয়, এটি সম্মেলনের ফাঁকে অ্যান্টিগুয়া ও বারবুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউনের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমির সঙ্গে আলোচনার ছবি। 

উল্লেখ্য, আয়ারল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর নাম মিখাইল মার্টিন। এছাড়া হেগ ডেভলপমেন্ট ডিভিশন বৈঠক বলে কোনো অনুষ্ঠানের নাম বিশ্বস্তসূত্রে খুঁজে পাওয়া যায় নি। 

সুতরাং, আয়ারল্যান্ড সরকার শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছে শীর্ষক দাবিটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img