সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি – এনসিপির লেটারহেডে প্রচারিত একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি প্রচার করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিটি প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, “অবশেষে রগ বাচাতে শিবিরের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এনসিপির! তাও প্রেস বিজ্ঞপ্তি দিয়ে!! এই দিনটাও দেখতে হলো মাবুদ”।
অর্থাৎ, দাবি করা হয়েছে, প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি জাতীয় নাগরিক পার্টি – এনসিপির একটি আসল প্রেস বিজ্ঞপ্তি।
উল্লেখ্য, প্রেস বিজ্ঞপ্তিটিতে লেখা রয়েছে, “এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে জনদুর্ভোগের কথা চিন্তা করে আজকের পর থেকে শুক্রবার ব্যতীত এনসিপির কোনো সভা-সমাবেশ অনুষ্ঠিত হবে না। এবং কারো যাতে নামাজ আদায় করতে সমস্যা না হয় এজন্য সমাবেশ স্থল বায়তুল মোকাররমের আশে পাশে রাখা হবে। এছাড়া জামায়াত-শিবিরের সাথে গত কয়েকদিনের উত্তপ্ত বাক্য বিনিময়ের জন্য এনসিপি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছে।”

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উত্তপ্ত বাক্য বিনিময়ের জন্য জামায়াত-শিবিরের কাছে এনসিপির নিঃশর্ত ক্ষমা চাওয়া বিষয়ক প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি আসল নয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে আলোচিত ছবিটি ভুয়া বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করা হয়েছে।
অনুসন্ধানে শুরুতে আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটি আসল হওয়ার সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র মূল ফেসবুক পেজ ও এনসিপি’র মিডিয়া সেলের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলেও আলোচিত ছবিটির অস্তিত্ব পাওয়া যায়নি।
প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে তাতে স্বাক্ষরকারী হিসেবে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের নাম দেখা যায়। অতঃপর আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে সালেহ উদ্দিন সিফাতের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি নিশ্চিত করেন, প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া।
সুতরাং, উত্তপ্ত বাক্য বিনিময়ের জন্য জামায়াত-শিবিরের কাছে এনসিপির নিঃশর্ত ক্ষমা চাওয়া বিষয়ক প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Statement of Saleh Uddin Sifat, Joint Office Secretary, National Citizen Party (NCP)
- Rumor Scanner’s analysis