সনাতন ধর্মাবলম্বীদের সমাবেশের পুরোনো ভিডিওর অডিও সম্পাদনা করে জুলাই সনদের বিরুদ্ধে আওয়ামী লীগের মিছিল দাবিতে প্রচার 

আগামীকাল ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এরই মধ্যে “ঢাকায় জুলাই সনদ ঘোষণার বিরুদ্ধে মাঠে নেমেছে আওয়ামীলীগ” শীর্ষক ক্যাপশনে দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশ আওয়ামী লীগের সাম্প্রতিক সময়ের কোনো মিছিলের নয় বরং, গত বছরের ২০ সেপ্টেম্বরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সনাতন ধর্মাবলম্বীদের একটি সমাবেশের ভিডিও। 

এ বিষয়ে অনুসন্ধানে ‘Bithi Nath’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর “জেগে জেগেছে সনাতনী জেগেছে। জয় শ্রী রাম, আজকে মশাল মিছিল” শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে থাকা দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। 

Video Comparison by Rumor Scanner 

তবে, উক্ত ভিডিওর দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল থাকলেও অডিওতে তফাৎ দেখতে পাওয়া যায়। মূল ভিডিওতে ‘সনাতনীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার মন্দিরে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘আদিবাসীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘জয় শ্রীরাম’ ইত্যাদি স্লোগান দিতে শোনা গেলেও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে “দেখতে পাচ্ছি যে, হঠাৎ করে আওয়ামীলীগ মাঠে অবস্থান করছে” শীর্ষক অডিও শোনা যাচ্ছে। 

অর্থাৎ, সনাতন ধর্মাবলম্বীদের মিছিলের ভিডিওর অডিও পরিবর্তন করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

এছাড়া, ‘Rudro Nirmol Paul’ নামক আরেকটি ফেসবুক অ্যাকাউন্টে একই তারিখে অর্থাৎ ২০২৪ সালের ২০ সেপ্টেম্বরে প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে মিছিলের এটিকে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিবাদ মিছিল বলে দাবি করা হয় এবং স্থান হিসেবে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের উল্লেখ পাওয়া যায়। 

পরবর্তীতে উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বরে “৮ দফা দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের মশাল মিছিল” শিরোনামে আলোচ্য বিষয়ে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্গাপূজার ছুটি বৃদ্ধি ও সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের বিচারসহ ৮ দফা দাবিতে মশাল মিছিল করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। মশাল মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য-টিএসসির মেট্রোরেল স্টেশন হয়ে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন রমনা কালী মন্দিরে গিয়ে শেষ হয়। 

অর্থাৎ, জুলাই সনদ ঘোষণার বিরুদ্ধে আওয়ামী লীগ মাঠে নেমেছে দাবিতে গত বছরের সেপ্টেম্বরে সনাতন ধর্মাবলম্বীদের একটি মিছিলের ভিডিওর অডিও পরিবর্তন করে প্রচার করা হয়েছে; যা সম্পাদিত। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img