হিজাববিহীন ছবিগুলো ‘আল্লাহু আকবর’ বলা তরুণী মুসকান খানের নয়

সম্প্রতি, “ভারতের মুসকান। অন্য সময়ে স্কার্ট, জিন্স পরিধান করে। শুধু কলেজেই বোরখা পরে যায়। এইগুলান যে কোন লেভেলের ধর্মীয় বদমাশ সেটা চিন্তারও বাইরে। মাঝখানে ধর্মীয় জজবা চ্যাতায়ে দিয়ে আসন্ন নির্বাচনে বিজেপির লাভ করে দিলো।” শীর্ষক শিরোনামে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

মুসকান

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবিগুলো সম্প্রতি হিজাব বিতর্কে প্রতিবাদ করা আলোচিত শিক্ষার্থী মুসকান খানের নয় বরং ছবিগুলো নাজমা নাজীর নামের এক ভিন্ন এক ব্যক্তির।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, “Nazma Nazeer Chikkanerale” নামের একটি ফেসবুক আইডিতে ২০১৮ সালের ১৩ মে, ২০১৯ সালের ৭ অক্টোবর, ২০১৯ সালের ২৯ অক্টোবর, ২০১৯ সালের ১৬ নভেম্বরে প্রকাশিত দুইটি পোস্টে মূল ছবিগুলো খুঁজে পাওয়া যায়।

Screenshot from Najma Nazeer Facebook Profile
Screenshot from Najma Nazeer Facebook Profile
Screenshot from Najma Nazeer Facebook Profile
Screenshot from Najma Nazeer Facebook Profile

মূলত, ‘Nazma Nazeer Chikkanerale’ কর্ণাটকের একজন সমাজকর্মী এবং ‘জনতা দল সেকুলার’ নামের একটি ভারতীয় রাজনৈতিক দলের কর্ণাটক শাখার রাজনীতিবিদ। তার সোশ্যাল মিডিয়া একাউন্টে হিজাব পরিহিত এবং হিজাব পরিহিত নয় এমন অসংখ্য ছবি রয়েছে। তার সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে হিজাব পরিহিত নয় এমন কিছু ছবি সংগ্রহ করে বর্তমানে আল্লাহু আকবার বলে প্রতিবাদ করা আলোচিত তরুনী মুসকান খানের ছবি দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

আরো পড়ুনঃ ভিডিওটি বোরকা পোড়াতে গিয়ে নিজে পুড়ে যাওয়ার কোন ঘটনার নয়

উল্লেখ্য, কর্ণাটকের সমাজকর্মী ও বামপন্থী রাজনীতিবিদ নাজমা নাজীর সম্প্রতি কর্ণাটকের হিজাব বিতর্কে হিজাব এর পক্ষে সোচ্চার অবস্থান নেন। ফলশ্রুতিতে তার আইডি থেকে হিজাব পরিহিত এবং হিজাব পরিহিত নয় এমন ছবি সংগ্রহ করে সামাজিক মাধ্যমে মুসকান খান দাবিতে ছড়ানো হচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব বিতর্কে চরম পর্যায়ে পৌঁছেছে। হিজাব পরে ক্লাস করতে না দেয়া এবং ক্লাসে হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করলে এ বিতর্কের সৃষ্টি হয়। বিতর্কের মাঝে কর্ণাটকের মাণ্ড্য কলেজের বাণিজ্য শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুসকান খান হিজাব পরিহিত অবস্থায় স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিতে গেলে তাকে কতিপয় যুবক বাধা দেয় এবং তাকে ঘিরে জয় শ্রী রাম স্লোগান দেয়া হয় কিন্তু এতে ভীত না হয়ে মুসকান ভিতরে প্রবেশ করেন এবং প্রতিবাদে আল্লাহু আকবর স্লোগান দেন। পরবর্তীতে তার এই সাহসিকতার ভিডিও দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আলোচিত সেই ঘটনা নিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি কে মুসকান বলেন,
আমি সেখানে গিয়েছিলাম অ্যাসাইনমেন্ট জমা দিতে। কিন্তু তারা আমাকে ভেতরে যেতে দিচ্ছিল না। যখন আমি কলেজে ঢুকছিলাম, তখন আমাকে বাধা দেওয়া হয়। জিজ্ঞেস করা হয়, আমি কেন বোরখা পরে এসেছি? কিন্তু আমি এ সব নিয়ে মোটেও চিন্তিত নই। আমি ভীত ছিলাম না। আমাকে দেখেই ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া শুরু হয়। আমিও পাল্টা ‘আল্লাহু আকবর’ স্লোগান দিতে থাকি। প্রিন্সিপালসহ অন্যান্য শিক্ষকরা আমাকে সাপোর্ট করেছেন। সে কারণে তারা কোনো সমস্যা করতে পারেনি। গেরুয়া পোশাক পরিহিত কয়েকজন তার সহপাঠী বলেও জানান। তবে বেশিরভাগই বহিরাগত বলে দাবি করেন।


মুসকান আরো বলেন, “ওরা আমাদের পড়াশোনা করার অধিকারটাই ছিনিয়ে নিতে চায়, এক টুকরো কাপড়ের জন্য। গত সপ্তাহ থেকে এটা শুরু হয়েছে। আমি সবসময় বোরখা আর হিজাব পরতে অভ্যস্ত। ক্লাসে বোরকা খুলে হিজাব পরে নিই। হিজাব এখন যেন আমার অঙ্গ হয়ে গিয়েছে। কলেজের প্রিন্সিপালও কেনোদিন কিছু বলেননি। বহিরাগতরা এটা শুরু করেছে। এই পরিস্থিতিতে প্রিন্সিপাল আমাদের বোরকা আনতে নিষেধ করেছেন। কিন্তু হিজাবের দাবিতে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। আমার শিক্ষা জীবনের শুরু থেকেই বোরকা পরি। অতীতে এটা নিয়ে কোনো সমস্যা হয়নি। কলেজের হিন্দু বন্ধুদের কাছ থেকেও আমি সাপোর্ট পেয়েছি। তারা এটা নিয়ে আমিকে কিছু বলেনি।

সুতরাং, সমাজকর্মী এবং বামপন্থী রাজনীতিবিদ নাজমা নাজীরের ছবি সংগ্রহ করে তা সাম্প্রতিক হিজাব বিতর্কে প্রতিবাদ করা আলোচিত তরুনী মুসকান খান এর ছবি দাবিতে বর্তমানে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ভারতের মুসকান। অন্য সময়ে স্কার্ট, জিন্স পরিধান করে। শুধু কলেজেই বোরখা পরে যায়। এইগুলান যে কোন লেভেলের ধর্মীয় বদমাশ সেটা চিন্তারও বাইরে। মাঝখানে ধর্মীয় জজবা চ্যাতায়ে দিয়ে আসন্ন নির্বাচনে বিজেপির লাভ করে দিলো
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Nazma Nazeer Chikkanerale Posts: https://www.facebook.com/photo?fbid=785499825225103&set=a.101358510305908 Archive: https://perma.cc/V9YL-P2T7
  2. Nazma Nazeer Chikkanerale Posts: https://www.facebook.com/photo?fbid=459715544470201&set=a.101358510305908 Archive: https://perma.cc/P5C8-Y934
  3. Nazma Nazeer Chikkanerale Posts: https://www.facebook.com/photo?fbid=803216160120136&set=a.101358510305908 Archive: https://perma.cc/ABZ3-QV2J
  4. Nazma Nazeer Chikkanerale Posts: https://www.facebook.com/photo?fbid=818319028609849&set=a.101358510305908 Archive: https://perma.cc/UL3C-QFSL
  5. NDTV: https://www.ndtv.com/video/exclusive/news/hijab-row-wasn-t-worried-student-in-burqa-who-was-surrounded-by-saffron-scarf-group-619682
  6. Jagonews24 YouTube: https://www.youtube.com/watch?v=n0zyaAhOB0c

আরও পড়ুন

spot_img