ভিডিওটি বোরকা পোড়াতে গিয়ে নিজে পুড়ে যাওয়ার কোন ঘটনার নয়

সম্প্রতি, “বোরকা জ্বালাতে গিয়ে নিজেই জ্বলে গেলো, আল্লাহু আকবর” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে ভারতের হিজাব বিতর্ককে কেন্দ্র করে বোরকায় আগুন দিতে গিয়ে নিজে পুড়ে যাওয়ার কোনো ভিডিও নয় বরং এটি ১২ বছর পূর্বে ভারতের পাঞ্জাবে শিক্ষকদের আন্দোলন চলাকালীন সময়ে ঘটা একটি ঘটনার ভিডিও।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, ভারতীয় সংবাদ মাধ্যম ‘Indianexpress’ এর অনলাইন সংস্করণে ২০১০ সালের ৮ ফেব্রুয়ারিতে “Kapurthala teacher climbs atop 100-ft tank,sets herself on fire” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot from Indian Express website

পরবর্তীতে, ভারতীয় গণমাধ্যম ‘Zee News’ এর ভেরিফাইড ইউটিউব চ্যানেলে ২০১০ সালের ৮ ফেব্রুয়ারিতে উক্ত ঘটনাটি নিয়ে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

মূলত, ২০১০ সালে ভারতের পাঞ্জাবে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রামের অধীনে ডিগ্রি দাবি করে আন্দোলন করেন শিক্ষকরা। ঐ আন্দোলনে ৫ জন শিক্ষক নিজেদের দাবি আদায়ের জন্য কেরোসিন নিয়ে ১০০ ফুট উচু একটি পানির ট্যাঙ্কের উপরে উঠে এবং তাদের দাবি মানা না হলে নিজেদের পুড়িয়ে মারার হুমকি দেয়। তাদের মধ্যে কিরাণজিৎ কৌর নামে এক শিক্ষক নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে এবং এর ফলে তার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। উক্ত ঘটনার ভিডিওটিতে উর্দু ভয়েসওভার সংযুক্ত করে সম্প্রতি বোরকা জ্বালাতে গিয়ে নিজেই পুড়ে গিয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

আরো পড়ুনঃ ছবিগুলো ভারতে হিজাব বিতর্কের ঘটনার প্রতিবাদী চিত্র নয়

উল্লেখ্য, উক্ত ভিডিওটিতে নিজেদের দাবি আদায়ের জন্য শরীরে আগুন লাগিয়ে আত্নহত্যার চেষ্টা করা শিক্ষক কিরাণজিৎ কৌর ভারতের একটি বেসরকারী হাসপাতালে ২০১০ সালের ০৮ ফেব্রুয়ারি মারা যান

Screenshot from NDTV website

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের কর্ণাটক রাজ্যের কয়েকটি কলেজে হিজাব পরিধান করা তাদের ইউনিফর্ম নীতিবিরুদ্ধ বলে ক্লাসের ভেতর হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করলে হিজাব নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। পরবর্তীতে, হিজাব পরিহিত ছাত্রীদের আবার ক্যাম্পাসে ঢুকতে দেয়া হলেও তাদেরকে কোন ক্লাসে অংশ না নিয়ে আলাদা একটি কক্ষে বসে থাকতে বলা হয়। এতে করে কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক ক্ষোভ-সমালোচনার সৃষ্টি হয় এবং হিজাব নিষেধাজ্ঞার প্রতিবাদে এক মুসলিম ছাত্রী কর্ণাটক হাইকোর্টে মামলা করেন। হিজাব বিতর্ক নিয়ে সেখানে পরিস্থিতি ক্রমেই খারাপ হওয়ায় পরিস্থিতি সামাল দিতে কয়েকটি জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং আগামী দুই সপ্তাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের কাছে সব ধরণের জমায়েত ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে বেঙ্গালুরু পুলিশ। আজ বুধবার কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পড়া নিয়ে হাইকোর্টের বিচারপতি সিঙ্গেল বেঞ্চ বিতর্কিত মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠিয়ে দিয়ে জানিয়েছেন, অন্তর্বর্তী নির্দেশের ব্যাপারে বৃহত্তর বেঞ্চ যা সিদ্ধান্ত নেওয়ার নেবে৷

Screenshot from BBC News Bangla Website

সুতরাং, ২০১০ সালের একটি আন্দোলনে দাবি আদায়ে এক শিক্ষক কর্তৃক নিজ শরীরে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার ভিডিওকে সাম্প্রতিক সময়ে ভারতের হিজাব বিতর্কের প্রেক্ষাপটকে কেন্দ্র করে বোরকা জ্বালাতে গিয়ে এক নারী নিজে পুড়ে গিয়েছে দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: বোরকা জ্বালাতে গিয়ে নিজেই জ্বলে গেলো
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Zee News YouTube: https://youtu.be/AhUT5hQFrVY
  2. Indian Express: http://archive.indianexpress.com/news/kapurthala-teacher-climbs-atop-100ft-tank-sets-herself-on-fire/576965/2
  3. NDTV: https://www.ndtv.com/cities/punjab-teacher-dies-after-setting-herself-ablaze-410587
  4. BBC News Bangla: https://www.bbc.com/bengali/news-60303285
  5. Prothom Alo: https://www.prothomalo.com/world/india/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AC-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img