সম্প্রতি, “ইন্ডিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরতে মানা করায় অভিনব প্রতিবাদ করছে মুসলিম ছাত্রীরা। পতাকা দিয়ে হিজাব বানিয়ে মাথায় সেট করে যেন পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো- এখন পারলে পতাকা সরাও, এ ভারত আমাদেরও!আল্লাহ আকবার” শীর্ষক শিরোনামে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিগুলো সাম্প্রতিক সময়ে ভারতের হিজাব বিতর্কের ঘটনার সাথে সম্পর্কিত নয় বরং ছবিগুলো ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুম্বাইয়ের আনজুমান ইসলাম কলেজ কর্তৃক ২০১৮ এবং ২০১৯ সালে আয়েজিত অনুষ্ঠানের কুচকাওয়াজ মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে, ভারতীয় সংবাদমাধ্যম “Financial Express”এর ওয়েবসাইটে ২০১৮ সালের ১৫ আগস্টে ‘Independence Day 2018 images: How India celebrated August 15‘ শীর্ষক শিরেনামে প্রকাশিত প্রতিবেদনে এবং ‘The Hindu’ এর অফিশিয়াল ইন্সটাগ্রাম একাউন্টে “Students of the Anjuman-I-Islam college in Mumbai don tricolour head scarves before flag hoisting during Independence Day celebrations at the college. | Photo: Vivek Bendre” শিরোনামে প্রকাশিত পোস্টে মূল ছবি দুইটি খুঁজে পাওয়া যায়।


এছাড়াও, News18 এবং Gettyimages এর ওয়েবসাইটে স্বাধীনতা দিবসে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একই হিজাব-পোশাকের ভিন্ন দুইটি ছবির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।

মূলত, ভারতের মুম্বাইয়ে অবস্থিত আনজুমান ইসলাম কলেজ কর্তৃক আয়োজিত স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান ২০১৮ এবং ২০১৯-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ক্যামেরাবন্দী হওয়া দুইটি ছবিই সাম্প্রতিক সময়ে পতাকা দিয়ে হিজাব বানিয়ে মাথায় পরিধান করে কর্ণাটকের হিজাব বিতর্কের ঘটনার প্রতিবাদী চিত্র দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।
আরো পড়ুনঃ জাপানি নারীর পুরোনো ছবি ভারতে মুসলিম নির্যাতনের চিত্র দাবিতে প্রচার
প্রসঙ্গত, সম্প্রতি ভারতের কর্ণাটক রাজ্যের কয়েকটি কলেজে হিজাব পরিধান করা তাদের ইউনিফর্ম নীতিবিরুদ্ধ বলে ক্লাসের ভেতর হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করলে হিজাব নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। পরবর্তীতে, হিজাব পরিহিত ছাত্রীদের আবার ক্যাম্পাসে ঢুকতে দেয়া হলেও তাদেরকে কোন ক্লাসে অংশ না নিয়ে আলাদা একটি কক্ষে বসে থাকতে বলা হয়। এতে করে কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক ক্ষোভ-সমালোচনার সৃষ্টি হয় এবং হিজাব নিষেধাজ্ঞার প্রতিবাদে এক মুসলিম ছাত্রী কর্ণাটক হাইকোর্টে মামলা করেন যার শুনানি চলমান রয়েছে। হিজাব বিতর্ক নিয়ে সেখানে পরিস্থিতি ক্রমেই খারাপ হওয়ায় পরিস্থিতি সামাল দিতে কয়েকটি জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং রাজ্যে আগামী ৩ দিন স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সুতরাং, মুম্বাইয়ের আনজুমান ইসলাম কলেজ আয়োজিত ২০১৮ এবং ২০১৯ সালের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ছবিই বর্তমানে কর্ণাটকের হিজাব বিতর্কের ঘটনার প্রতিবাদী চিত্র দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: ইন্ডিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরতে মানা করায় অভিনব প্রতিবাদ করছে মুসলিম ছাত্রীরা। পতাকা দিয়ে হিজাব বানিয়ে মাথায় সেট করে যেন পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- Financial Express: https://www.financialexpress.com/photos/business-gallery/1281598/independence-day-2018-images-how-india-celebrated-august-15/9/
- The Hindu Instagram: https://www.instagram.com/p/B1LJM5jB–X/
- News18: https://www.news18.com/photogallery/india/independence-day-2019-celebrations-across-the-nation-in-pictures-2272145-15.html
- GettyImages: https://www.gettyimages.in/detail/news-photo/students-of-anjuman-i-islam-college-take-selfie-to-news-photo/1161984931
- Prothom Alo: https://www.prothomalo.com/world/india/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AC-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95
- BBC News: https://www.bbc.com/bengali/news-60303285