সম্প্রতি নোয়াখালীর সদর উপজেলায় নেওয়াজপুর ইউনিয়নের কাশেমবাজার মসজিদে প্রোগ্রাম আয়োজনকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় উভয় পক্ষ একে অপরের ওপর অভিযোগ তুলেছে। এরই প্রেক্ষিতে ‘মসজিদে ভিতরে ভাঙচুর চালায়িছে কারা দেখুন…. জামায়াত-শিবির মসজিদে নিজেরাই হামলা ভাংচুর করেছিলো শুধু মাত্র বিএনপিকে দোষারোপ করার জন্য’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি নোয়াখালীর কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, গত আগস্টে দিনাজপুরের জীবন মহল পার্ক ও জীবনীয়া দরবার ভাঙচুরের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে Arman Hossain নামক ফেসবুক প্রোফাইলে গত ২৮ আগস্ট প্রকাশিত আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি জীবন মহল নামক পার্কে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়ার ঘটনার দৃশ্য।
উল্লিখিত তথ্যের সূত্র ধরে ইলেকট্রনিক গণমাধ্যম চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে গত ২৮ আগস্ট ‘দিনাজপুরে জীবন মহল ও জীবনীয়া দরবার ভাঙচুর-অগ্নিসংযোগ’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, এটি দিনাজপুরে জীবন মহল পার্ক ও জীবনীয়া দরবার ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনার দৃশ্য। ভিডিওতে মসজিদ-সদৃশ যে স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে সেটি দিনাজপুরের একটি দরবার শরীফ, কোনো মসজিদ নয়।
এ বিষয়ে আরেক গণমাধ্যম কালবেলার ওয়েবসাইটে গত ২৯ আগস্ট ‘বিনোদন পার্কে হামলা-ভাঙচুর, দরবার শরিফে আগুন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৮ আগস্ট দিনাজপুরের বিরলে ‘জীবন মহল’ নামে একটি বিনোদন পার্কে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় সেখানে থাকা একটি দরবার শরিফে আগুন ধরিয়ে দেওয়া হয়। মবের মতো পরিস্থিতি তৈরি করে ‘তৌহিদি জনতা’র ব্যানারে কয়েকশ মানুষ এই হামলায় অংশ নেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
অর্থাৎ, আলোচিত ভিডিওতে মসজিদ-সদৃশ স্থাপনাটি দিনাজপুরের ‘জীবনীয়া’ নামক একটি দরবার শরীফ, কোনো মসজিদ নয়।
এছাড়া, উল্লিখিত এই ভাঙচুরের ঘটনায় জামায়াত-শিবিরের কোনো কর্মীর জড়িত থাকার তথ্যও পাওয়া যায়নি।
সুতরাং, নোয়াখালীতে জামায়াত-শিবিরের কর্মীদের মসজিদ ভাঙচুরের ভিডিও দাবিতে দিনাজপুরে পার্ক ও দরবার শরীফ ভাঙচুরের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা
তথ্যসূত্র
- Arman Hossain – Facebook Post
- Channel i Multimedia – দিনাজপুরে জীবন মহল ও জীবনীয়া দরবার ভাঙচুর-অগ্নিসংযোগ
- কালবেলা – বিনোদন পার্কে হামলা-ভাঙচুর, দরবার শরিফে আগুন