সম্প্রতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ শফিউল আলম আওয়ামী লীগ সম্পর্কে ‘আওয়ামী লীগ হয়তো এখন বুঝতে পারবে, জামায়াত কখনোই তাদের দুষমন ছিল না’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ফেসবুকে স্টোরি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলম।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, জামায়াত নেতা মোহাম্মদ শফিউল আলম উক্ত মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, সম্পূর্ণ ভিত্তিহীনভাবে তার নাম ব্যবহার করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে জামায়াত নেতা মোহাম্মদ শফিউল আলমের এমন বক্তব্য প্রদানের সত্যতা পাওয়া যায়নি। মোহাম্মদ শফিউল আলমের ফেসবুক অ্যাকাউন্টে গত ২০ অক্টোবর প্রচারিত একটি প্রেস বিজ্ঞপ্তি সম্বলিত পোস্ট খুঁজে পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাম ও ছবি ব্যবহার করে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া। এর সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি এমন কোনো বক্তব্যও প্রদান করেননি। সম্পূর্ণভাবে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ব্যক্তিগত ও সামাজিক ভাবমূর্তি নষ্ট করার জন্যে এমন অপচেষ্টা চলানো হচ্ছে বলেও তিনি দাবি করেন। তার নামে প্রচারিত ভুয়া বক্তব্য সম্বলিত আলোচিত ওই ফটোকার্ডটি প্রচার বা পুনঃপ্রচার না করার জন্যেও অনুরোধ করেন তিনি। এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় তিনি যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করছেন।
পরবর্তীতে তার অ্যাকাউন্টে আরেকটি পোস্ট খুঁজে পাওয়া যায়। যেখানে তিনি উল্লেখ করেন, ডাকসু কণ্ঠস্বর নামের একটি ফেসবুক পেজও কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি শেয়ার করে। পরবর্তীতে তারা ভুল বুঝতে পেরে পোস্টটি সরিয়ে নেয় এবং দুঃখ প্রকাশ করে একটি ফেসবুক পোস্টও করেন। মোহাম্মদ শফিউল আলমের করা পোস্টটিতে তিনি সেই পোস্টের একটি স্ক্রিনশটও যুক্ত করে দেন।

অনুসন্ধানে ডাকসু কণ্ঠস্বর নামের পেজটি বর্তমানে ফেসবুকে সচল পাওয়া যায় নি৷
সুতরাং, জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ শফিউল আলম ‘আওয়ামী লীগ হয়তো এখন বুঝতে পারবে, জামায়াত কখনোই তাদের দুষমন ছিল না’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Mohammad Shafiul Alam Facebook Post