কুমিল্লাকে বিভাগ করার দাবিতে অনেক বছর ধরেই আন্দোলন করে আসছে এ জেলার মানুষেরা। একই দাবিতে সোচ্চার নোয়াখালীর মানুষেরাও। এই জেলার মানুষেরা কুমিল্লার অধীনে বিভাগে অন্তর্ভুক্ত না হয়ে তাদের জেলাকেই বিভাগ ঘোষণার দাবিতে আন্দোলন করে আসছেন। সম্প্রতি বিষয়টি নিয়ে দুই জেলার মানুষই ফের আন্দোলন সভা সমাবেশ করছেন। এরই প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ বিষয়ে ফেসবুকে পোস্ট করেছেন দাবিতে একটি স্ক্রিনশট প্রচার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কথিত এই স্ক্রিনশটে দেখা যায়, ফেসবুক পোস্টে ড. ইউনূস বলছেন, “নোয়াখালী এবং কুমিল্লা দুইটাই বাংলাদেশের অন্যতম জেলা। কিন্তু ঐতিহ্যের দিক দিয়ে কুমিল্লা অনেক এগিয়ে। কুমিল্লা একটি অনেক পুরনো শহর। বিভাগের জন্য যা যা প্রয়োজন সবকিছুই কুমিল্লায় আছে। তাই আমার মতে কুমিল্লাকে বিভাগ দেওয়া উচিত।”

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. ইউনূস কুমিল্লাকে বিভাগ দেওয়া উচিত জানিয়ে কোনো পোস্ট করেননি ফেসবুকে। প্রকৃতপক্ষে, ড. ইউনূসের ভিন্ন ফেসবুক পোস্টের স্ক্রিনশট সম্পাদনা করে ভুয়া মন্তব্য সম্বলিত দাবিটি প্রচার করা হয়েছে।
দাবিটির সূত্রপাত অনুসন্ধানে ২০ অক্টোবর রাত ৮ টা ৫৩ মিনিটে Comilla Media 24 নামের একটি ফেসবুক পেজে এ সংক্রান্ত প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। পোস্টে প্রধান উপদেষ্টার সরকারি ফেসবুক পেজ ‘Chief Adviser GOB’ এর একটি কথিত পোস্টের স্ক্রিনশট প্রচারের প্রেক্ষিতে অনুসন্ধানে পেজটিতে এমন কোনো পোস্ট পাওয়া যায়নি। তবে সূত্রপাত পোস্টে থাকা স্ক্রিনশটে দৃশ্যমান সময় এবং পোস্ট এনগেজমেন্ট বিশ্লেষণ করে কাছাকাছি সময়ে পেজে একটি পোস্ট পাওয়া যায়। দুইটি পোস্টের এনগেজমেন্টে লক্ষ্যণীয় সাদৃশ্য পাওয়া যাচ্ছে। তবে প্রধান উপদেষ্টার এই পোস্টটি বিভাগ সংক্রান্ত ছিল না। ছিল সাম্প্রতিক অগ্নিকাণ্ড বিষয়ে।

কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম সূত্রেও দাবিটির বিষয়ে কোনো তথ্য মেলেনি৷ ড. মুহাম্মদ ইউনূসকে এখন পর্যন্ত প্রকাশ্যে কুমিল্লা বা নোয়াখালীকে বিভাগ করা নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।
সুতরাং, কুমিল্লাকে বিভাগ দেওয়া উচিত জানিয়ে ড. ইউনূসের ফেসবুক পোস্ট দাবিতে প্রচারিত স্ক্রিনশটটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Chief Adviser GOB: Facebook Post