দাউদ কিমের ইসলাম ধর্ম গ্রহণ করার ঘটনাটি দুই বছর পুরোনো

সম্প্রতি, “নাম ছিলঃ- জে কিম,মুসলিম হয়ে নাম দিলো–দাউদ কিম”উত্তর কোরীয়ান বাসিন্দা– Bts Member…Recently সে ইসলাম ধর্ম গ্রহন করেছে।” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন  এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, জনপ্রিয় ইউটিউবার দাউদ কিমের ইসলাম গ্রহণের খবরটি সাম্প্রতিক সময়ের নয় বরং ঘটনাটি দুই বছর পূর্বের এবং তিনি জনপ্রিয় কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস এর সদস্য ছিলেন না।

কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, দাউদ কিমের নিজের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর “Finally I became a Muslim” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, দেশীয় মূলধারার সংবাদমাধ্যম এনটিভির অনলাইন সংস্করণে ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বরে ‘‘ইসলাম গ্রহণ করলেন বিখ্যাত ইউটিউবার জে কিম (ভিডিওসহ)’’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়।

মূলত, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে বিখ্যাত ইউটিউবার জে কিম ইসলাম গ্রহণ করেন এবং তার ইসলাম গ্রহণের ভিডিও নিজের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি “দাউদ কিম” নাম ধারণ করেন। সাম্প্রতিক সময়ে উক্ত তথ্যটি কোনো তারিখ উল্লেখ না করে আংশিক বিকৃত করে তিনি বিটিএস সদস্য ছিলেন দাবি করে অপ্রাসঙ্গিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে প্রচার করা হচ্ছে।

Also Read: মানুষের মুখমন্ডলের ন্যায় দেখতে মুখোমুখি অবস্থানরত পাহাড়ের এই ছবিটি এডিটেড

উল্লেখ্য, বিটিএস হলো দক্ষিণ কোরিয়ার একটি জনপ্রিয় কে-পপ ব্যান্ড। বিটিএস এর পুরো নাম হলো Bangtan Boys (ব্যাংটন বয়েজ) অথবা Bangtan Sonyandan (ব্যাংটন সোনিয়ান্দন)। বিটিএস ২০১০ সালে ট্রেইনি হিসেবে এবং ২০১৩ সালে পুরোদমে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা কাল হতেই এর সদস্য সংখ্যা ৭ জন এবং এখন পর্যন্ত এর সদস্য সংখ্যা ও সদস্য কোনোটিই পরিবর্তিত হয়নি। বিটিএস সদস্যরা হলেন কিম সোকজিন (জিন), মিন ইয়ুনগি (শুগা), জং হোসোক (জে-হোপ), কিম নামজুন (আরএম), পার্ক জিমিন (জিমিন), কিম তেহিয়ুং (ভি) এবং জওন জংকুক (জংকুক)।

দাউদ

অর্থাৎ, বিটিএস সদস্যদের তালিকায় জে কিম কিংবা দাউদ কিম নামে কেউ নেই এবং কখনো ছিলেন না।

সুতরাং, দাউদ কিম এর ২০১৯ সালে ইসলাম গ্রহণের সংবাদকে সাম্প্রতিক সময়ে কোনো তারিখ উল্লেখ না করে আংশিক বিকৃত করে তিনি বিটিএস সদস্য ছিলেন দাবি করে অপ্রাসঙ্গিকভাবে সামাজিক মাধ্যমে নতুন করে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: জে কিম,মুসলিম হয়ে নাম দিলো–দাউদ কিম”উত্তর কোরীয়ান বাসিন্দা– Bts Member…Recently সে ইসলাম ধর্ম গ্রহন করেছে
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img