মানুষের মুখমন্ডলের ন্যায় দেখতে মুখোমুখি অবস্থানরত পাহাড়ের এই ছবিটি এডিটেড

সম্প্রতি “এটি প্যাসিফিক গ্রোভ, ক্যালিফোর্নিয়ার উপকূলরেখা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে রোমান্টিক স্থান।” শীর্ষক শিরোনামে মানুষের মুখমন্ডলের ন্যায় দেখতে মুখোমুখি অবস্থানরত দুইটি পাহাড়ের একটি পাহাড়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।


ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত পাহাড়ের ছবিটি এডিটেড অর্থাৎ মূল ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে উক্ত ছবিটি তৈরি করা হয়েছে।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘Dailymail’ এর ওয়েবসাইটে ২০১৩ সালের ২০ ডিসেম্বরে “Blessed in Thailand, the hypnotic land of sublime islands and swanky resorts” শীর্ষক শিরোনামে প্রকাশিত থাইল্যান্ড ভ্রমণ বিষয়ক একটি প্রতিবেদনে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।

Screenshot from Dailymail

পাশাপাশি, স্টক ফোটো ওয়েবসাইট ‘Getty Images’ এ “Thai coastline – stock photo” শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ছবির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। 

Screenshot from Getty Images

অন্যদিকে, ক্যালিফোর্নিয়ার প্যাসিফিক গ্রোভের তীরে অবস্থিত ‘Kissing Rock’ নামের একটি পাহাড়ের অস্থিত্ব খুঁজে পাওয়া যায়, যাকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম রোমান্টিক স্থান হিসেবে সম্বোধন করা হয়।

Screenshot from Atlas Obscura

মূলত, থাইল্যান্ডে অবস্থিত পাশাপাশি দুইটি পাহাড়ের বিকৃত/এডিট করা ছবিকে ক্যালিফোর্নিয়ার প্যাসিফিক গ্রোভের তীরে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে রোমান্টিক স্থানের ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, রিউমর স্ক্যানার টিম পূর্বেও একইভাবে ছবি এডিট/বিকৃত করে ছড়ানো একাধিক গুজব শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।

সুতরাং, থাইল্যান্ডে অবস্থিত দুইটি পাহাড়ের এডিটেড ছবিকে “ক্যালিফোর্নিয়ার প্যাসিফিক গ্রোভের তীরে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে রোমান্টিক স্থানের ছবি” দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: এটি প্যাসিফিক গ্রোভ, ক্যালিফোর্নিয়ার উপকূলরেখা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে রোমান্টিক স্থান
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Dailymail – Blessed in Thailand, the hypnotic land of sublime islands and swanky resorts
  2. Getty Images – Thai coastline – stock photo
  3. Atlas Obscura – Kissing Rock

আরও পড়ুন

spot_img