সম্প্রতি, বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুকে উদ্ধৃত করে ‘আমরা জামায়াতের রাজনীতিতে খুশি জামায়াত সরকার গঠন করবে আশা করি’ শিরোনামে দৈনিক আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
অর্থাৎ, দাবি প্রচার করা হয়েছে, স্পেনের রাষ্ট্রদূত বলেছেন, ‘আমরা জামায়াতের রাজনীতিতে খুশি জামায়াত সরকার গঠন করবে আশা করি’।

উল্লিখিত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু ‘আমরা জামায়াতের রাজনীতিতে খুশি জামায়াত সরকার গঠন করবে আশা করি’ শীর্ষক মন্তব্য করেননি এবং আমার দেশও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধান শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে আমার আমার দেশের লোগো এবং ফটোকার্ড প্রকাশের তারিখ হিসেবে ১২ অক্টোবর, ২০২৫ লেখা উল্লেখ পাওয়া যায়।
উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আমার দেশের ফেসবুক পেজে গত ১২ অক্টোবর স্পেনের রাষ্ট্রদূতের বক্তব্য সংবলিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। এছাড়া, সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে গত ২৮ সেপ্টেম্বর গণমাধ্যমটির ফেসবুক পেজে ‘ক্ষমতায় গেলে শিক্ষাসহ তিন বিষয়ে গুরুত্ব দেবে জামায়াত’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ডে ব্যবহৃত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডে ব্যবহৃত ছবির হুবহু মিল রয়েছে।
উল্লিখিত ফটোকার্ড সংবলিত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর জামায়াতের আমীরের সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। বৈঠকে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে টিম লিডার ইলেক্টোরাল ও পলিটিক্যাল এক্সপার্ট মি. মেটে বাক্কেন, লিগ্যাল এক্সপার্ট ম্যানুয়েল ওয়ালি এবং ডেপুটি হেড অব ডেলিগেশন ও ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশ বেইবা জারিনা উপস্থিত ছিলেন।
বৈঠকের বিষয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমকে বলেন, ইইউ প্রতিনিধিদল জামায়াত আমিরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেছেন। তারা জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়ই তাদের সফরের মূল উদ্দেশ্য। তারা নির্বাচনকালীন ৬৪টি জেলায় পর্যবেক্ষণ কার্যক্রম চালানোর পরিকল্পনা করেছেন এবং প্রত্যেক জেলায় একজন প্রতিনিধি পাঠাবেন। নির্বাচন শেষে পর্যবেক্ষণের বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে তারা আমীরে জামায়াতকে অবহিত করেন। বৈঠকে প্রবাসীদের ভোট ও ভোটাধিকার সম্পর্কেও জানতে চেয়েছে ইইউ প্রতিনিধি দল। গোলাম পরওয়ার আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে যে, তারা নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আবারও বাংলাদেশ সফরে আসবেন এবং ঘনিষ্ঠভাবে মতবিনিময় করবেন।
অর্থাৎ, উল্লিখিত তথ্যপ্রমাণ থেকে এটি নিশ্চিত যে আলোচিত ছবিতে থাকা ব্যক্তিরা ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্য। উক্ত প্রতিনিধি দলে স্পেনের রাষ্ট্রদূত ছিলেন না। এছাড়া, বৈঠকে ইইউ প্রতিনিধি দলের সদস্যরাও আলোচিত দাবি সমর্থিত মন্তব্য করেননি।
এছাড়া ২৮ সেপ্টেম্বর আমার দেশের ফেসবুক পেজে ‘জামায়াত আমীরের সঙ্গে স্পেনিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ’ শিরোনামে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
উল্লিখিত ফটোকার্ড সংবলিত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকের শুরুতেই রাষ্ট্রদূত শুরুতেই জামায়াতের আমাীর ডা. শফিকুর রহমান এর স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও স্পেনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে জানানো হয়। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি স্পেনের দৃঢ় সমর্থন থাকবে। একই সাথে ভবিষ্যতে বাংলাদেশে স্পেনের বিনিয়োগ আরও বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন বলে প্রতিবেদনটি থেকে জানা যায়।
উল্লিখিত প্রতিবেদনে জামায়াতের বিষয়ে স্পেনের রাষ্ট্রদূতের আলোচিত মন্তব্য সমর্থিত কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।
ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির বাক্যে ব্যবহৃত ফন্টের অমিল পরিলক্ষিত হয়।

পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও স্পেনের রাষ্ট্রদতের নামে প্রচারিত এই মন্তব্যের সত্যতা পাওয়া যায়নি।
সুতরাং, বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুকে উদ্ধৃত করে ‘আমরা জামায়াতের রাজনীতিতে খুশি জামায়াত সরকার গঠন করবে আশা করি’ শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Daily Amar Desh – Facebook Page
- Daily Amar Desh – Website
- Daily Amar Desh – জামায়াত আমিরের সঙ্গে স্প্যানিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- Daily Amar Desh: ক্ষমতায় গেলে শিক্ষাসহ তিন বিষয়ে গুরুত্ব দেবে জামায়াত





