আগামী নির্বাচনে শেখ হাসিনার অংশগ্রহণ নিয়ে মোদী সরকারের বৈঠকের দাবিতে চীনের এসসিও সম্মেলনের ভিডিও প্রচার

সম্প্রতি, “বিশ্বের যতগুলো বড়দেশ আছে সব মিলে মিটিং করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার জন্য” এবং “শেখ হাসিনা কিভাবে নির্বাচন করতে পারবে সেটা নিয়ে মিটিং করেছেন মোদি সরকার” শিরোনামে একটি ভিডিও টিকটকে প্রচার করা হয়েছে। 

উক্ত ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটিতে দেশিয় মূলধারার সংবাদমাধ্যম ‘SATV’ এর লোগো দেখতে পাওয়া যায়। উক্ত তথ্যের সূত্র ধরে ‘SATV’ এর ইউটিউব চ্যানেলে গত ১ সেপ্টেম্বরে “মোদি, পুতিন ও শির আলোচনায় বার্তা কী? | India-China-Russia Closeness” শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। 

Video Comparison by Rumor Scanner 

৩ মিনিট ৪৪ সেকেন্ডের এই ভিডিওটি পর্যবেক্ষণে জানা যায়, চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাম্প্রতিক সময়ে আরোপিত যুক্তরাষ্ট্রের শুল্কনীতি প্রসঙ্গে আলাপ করছেন। 

পাশাপাশি, আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এর ইউটিউব চ্যানেলে একই তারিখে আলোচিত বিষয়ে আরেকটি ভিডিও প্রতিবেদন প্রচার হতে দেখা যায়। ৫৯ সেকেন্ড সময়ের দীর্ঘ এই প্রতিবেদনটির বিবরণী থেকেও একই তথ্য জানা যায়।

অর্থাৎ, আলোচিত ভিডিওটি চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত এসসিও সম্মেলনের, তবে এই সম্মেলনে বাংলাদেশের বর্তমান অবস্থা কিংবা শেখ হাসিনাকে নিয়ে কোনো আলাপের তথ্য বিশ্বস্ত কোনো সূত্রে পাওয়া যায়নি।

পাশাপাশি, বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে এ সম্মেলন ঘিরে দেশিয় ও আন্তর্জাতিক বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন (এক, দুই) বিশ্লেষণ করেও আলোচিত দাবির বিষয়ে কোনো তথ্যের হদিস পাওয়া যায়নি। 

সুতরাং, চীনের এসসিওসম্মেলনের ভিডিওকে বিশ্বের বড় দেশগুলো শেখ হাসিনাকে ঘিরে বৈঠক করেছে এবং মোদি সরকার শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আলোচনা করেছে শীর্ষক দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img