এটি স্ফটিক করা অভিধান বই, সমুদ্র তলদেশ থেকে তোলা অক্ষত কোরআন নয়

সম্প্রতি, “সমুদ্রের তলদেশ থেকে তোলা অক্ষত অবস্থার কুরআন শরীফ” দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি কোনো কুরআন শরীফের নয় বরং এটি স্ফটিক (Crystallized) করা একটি জার্মান-ইংলিশ অভিধান বই।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে ‘Stuff You Can’t Have’ নামের ব্লগ ওয়েবসাইটে ২০১৪ সালের ১৮ মে “Crystallization Experiments 1: Books and Paper Ephemera” শিরোনামে Catherine mcever কর্তৃক প্রকাশিত একটি ব্লগ প্রতিবেদনে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। উক্ত ব্লগ প্রতিবেদনে Catherine, ‘কিভাবে কোন বই/বস্তুকে স্ফটিক করা যায়’ সেই গবেষণার অভিজ্ঞতা তুলে ধরেন।

সমুদ্র

মূলত, Catherine স্যান ফ্র‍্যান্সিসকো ভ্রমণে গিয়ে সেখানকার স্থানীয় শিল্পী Alexis Arnold এর বইকে স্ফটিক করার প্রক্রিয়া দেখে বিষয়টির প্রতি আগ্রহী হয়ে উঠেন। তবে স্ফটিক করার প্রক্রিয়াটি শেখানোর জন্য Alexis Arnold ৪০০ ডলার দাবি করেন। পরবর্তীতে, Catherine ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে প্রক্রিয়াটি আয়ত্ব করেন এবং কাগজের জুতা, ভিসার ছবি, জার্মান-ইংলিশ অভিধানসহ বেশ কিছু বস্তু Crystallized (স্ফটিক) করেন। ব্লগটিতে তিনি সেগুলোর ছবিও সংযুক্ত করেছেন এবং আলোচিত স্ফটিকটির অর্থাৎ জার্মান- ইংলিশ অভিধানের বইটির বিভিন্ন কোণ থেকে তোলা একাধিক ছবিও সেখানে সংযুক্ত করা রয়েছে।

আরো পড়ুনঃ ওমিক্রনে আক্রান্ত হয়ে আমেরিকায় ৩৫ জনের মৃত্যুর দাবিটি মিথ্যা

এছাড়াও, পুর্বেও এই ছবিটিকে সমুদ্র থেকে উদ্ধার হওয়া অক্ষত প্রাচীন বাইবেল হিসেবে দাবি করে ইন্টারনেটে ভুল তথ্য প্রচার করা হয়েছিলো।

উল্লেখ্য, স্যান ফ্র‍্যান্সিসকো ভিত্তিক শিল্পী অ্যালেক্সিস আর্নল্ড পুস্তককে স্ফটিক ভাস্কর্যে রূপান্তরিত করার জন্য প্রায় ৯ বছর অতিবাহিত করেছেন। তিনি মূলত পানি এবং বোরাক্স দ্রবণ প্রয়োগ করে বইগুলোকে স্ফটিকে পরিণত করেন।

অর্থাৎ, স্ফটিক (Crystallized‌) করা জার্মান-ইংলিশ অভিধানের একটি বইকে সমুদ্রের তলদেশ থেকে অক্ষত অবস্থায় তোলা কুরআন শরীফ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ গুজব।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: সমুদ্রের তলদেশ থেকে তোলা অক্ষত অবস্থার কুরআন শরীফ
  • Claimed By: Facebook Post, YouTube
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. stuffyoucanthave: https://stuffyoucanthave.blogspot.com/2014/05/crystallization-experiments-1-books-and.html
  2. redefine mag: https://redefinemag.net/2012/alexis-arnold-artist-interview-borax-sculptures/
  3. Alexis Arnold: https://www.alexisarnold.com/
  4. Facebook Post: https://www.facebook.com/327999417288124/posts/1576952845726102/

আরও পড়ুন

spot_img