ওমিক্রনে আক্রান্ত হয়ে আমেরিকায় ৩৫ জনের মৃত্যুর দাবিটি মিথ্যা

সম্প্রতি, “আমেরিকার একটি হাসপাতালে ওমিক্রন আক্রান্ত রোগীর ছবি। এই পর্যন্ত আমেরিকাতে ওমিক্রন আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৩৫ জনের।” শীর্ষক শিরোনামে হাসপাতালে রোগীর ছবি সম্বলিত একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি আমেরিকার কোনো হাসপাতালের নয় বরং ছবিটি বেলজিয়ামের।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে স্টক ফটো ওয়েবসাইট শাটারস্টক থেকে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটির বিবরণী থেকে জানা যায় ২০২০ সালের ০৫ ই মে বেলজিয়ামের University Hospital of Liege এর আইসিইউতে Alexandros Michailidis নামের ফ্রিল্যান্স ফটোজার্নালিস্ট এই ছবিটি তুলেন।

ওমিক্রন
Screengrab from Shutterstock

এছাড়া, করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে আমেরিকাতে ৩৫ জনের মৃত্যু সংক্রান্ত কোনো খবর খুঁজে পাওয়া যায়নি। CNBC এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২০ জন ব্যক্তির শরীরে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

Screengrab from CNBC

এই বিষয়ে সিএনএন এর প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে

ওমিক্রন ভ্যারিয়েন্ট বিশ্বের ৩৮টি দেশে ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে নিশ্চিত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার

Screengrab from Aljazeera

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর সাউথ আফ্রিকাতে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন (B.1.1.529) প্রথম শনাক্ত হয় বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Screengrab from WHO

অর্থাৎ, বেলজিয়ামের আইসিইউ’র পুরোনো ছবিকে বর্তমানে আমেরিকায় ওমিক্রনে আক্রান্ত হওয়া রোগীর ছবি দাবিতে ভিত্তিহীন মৃতের সংখ্যা উল্লেখ করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: আমেরিকার একটি হাসপাতালে ওমিক্রন আক্রান্ত রোগীর ছবি
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Shutterstock: https://www.shutterstock.com/image-photo/medical-staff-work-intensive-care-unit-1725614086
  2. CNBC: https://www.cnbc.com/2021/12/04/covid-news-what-we-know-about-us-omicron-cases.html
  3. CNN: https://edition.cnn.com/2021/12/04/health/us-coronavirus-saturday/index.html
  4. Aljazeera: https://www.aljazeera.com/news/2021/12/3/new-york-becomes-fourth-us-state-to-confirm-omicron-live
  5. WHO: https://www.who.int/news/item/26-11-2021-classification-of-omicron-(b.1.1.529)-sars-cov-2-variant-of-concern

আরও পড়ুন

spot_img