শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের দৃশ্য দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি, ভারতে আশ্রিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটিতে বিমানবন্দরে র‌্যাব ও বিমানবাহিনীসহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করতে দেখা যায়।  

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের নয়। প্রকৃতপক্ষে, লন্ডনে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে গত মে মাসে বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করার ভিডিও ফুটেজকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে এটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে অনলাইনভিত্তিক গণমাধ্যম The Daily News এর ফেসবুক পেজে গত ৬ মে প্রচারিত একটি ভিডিওর সন্ধান পাওয়া যায়। 

Video Comparison by Rumor Scanner 

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও হুবহু মিল রয়েছে। উভয় ভিডিওতেই একই স্থানে একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখতে পাওয়া যায়। এছাড়াও ভিডিও দুটি একইভাবে প্যানশট নিয়ে ধারণ করা হয়েছে। যা থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে, The Daily News এর ভিডিওটিকে ক্রপ করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। এছাড়াও ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে নয়, বরং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার ভিডিও এটি। 

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ইলেক্ট্রনিক গণমাধ্যম যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের আরেকটি ডোন শট ভিডিও খুঁজে পাওয়া যায়। 

আরেক গণমাধ্যম The Financial Express এর বাংলা সংস্করণের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, দীর্ঘ চার মাস লন্ডনে চিকিৎসার শেষে সেদিন অর্থাৎ, গত ৬ মে দেশে ফিরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার নিরাপত্তার স্বার্থে সেদিন বিমানবন্দরের ফটকে সেনাবাহিনী, বিমানবাহিনী, র‌্যাব, পুলিশ এবং আনসার সদস্যদের সমন্বয়ে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয় বলেও প্রতিবেদনটি থেকে জানা যায়। 

সুতরাং, খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের ভিডিওকে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে নিরাপত্তা কড়াকড়ি করার দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img