গত ৪ আগস্ট আবারও বরগুনায় মাজারে হামলা, লুটপাট,ভাংচুর,অগ্নিসংযোগ এবং মারধরের মতো ঘটনা ঘটে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গত ৪ আগস্ট বরগুনায় কোনো মাজারে হামলার ঘটনা নয়। প্রকৃতপক্ষে, গত ২৮ ফেব্রুয়ারি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় একটি মাজারে হামলার ঘটনার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানে ‘Voice of Dhaka’ নামক ইউটিউব চ্যানেলে গত ২৮ ফেব্রয়ারি ‘দিনাজপুর, ঘোড়াঘাটের মাজারে বার্ষিক ওরস অনুষ্ঠানে আগুন দিয়েছে তৌহিদী জনতা!’ ক্যাপশনে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একটি দীর্ঘতম সংষ্করণ খুঁজে পাওয়া যায়।

এছাড়াও, ডিবিসি নিউজ এর ইউটিউব চ্যানেলে গত ২৮ ফেব্রুয়ারি শর্টস আকারে ‘দিনাজপুরে মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ’ ক্যাপশনে প্রচারিত সংবাদে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর ঘটনার সাথে সাদৃশ্য আছে এমন দৃশ্য দেখতে পাওয়া যায়।
পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪.কম -এর ওয়েবসাইটে গত ২৮ ফেব্রুয়ারি ‘দিনাজপুরে মাজারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ’ শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ এলাকার বিরাহিমপুর গুচ্ছগ্রামের রহিম শাহ বাবা ভান্ডারী মাজারে ‘তৌহিদি জনতা’র ব্যানারে হামলার ঘটনা ঘটে।
প্রতিবেদনটিতে স্থানীয় সাংবাদিক লোটাস কামালের বরাতে বলা হয়, ‘মাজারের ওরসের আয়োজন নিয়ে ওই এলাকায় গত কয়েকদিন ধরে মাজারের পক্ষে-বিপক্ষে দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল।
এর মধ্যে শুক্রবার (২৮ ফেব্রয়ারি) মাজার পক্ষের লোকজন ওরশ আয়োজন করলে সন্ধ্যায় ‘তৌহিদি জনতার’ ব্যানারে একদল মানুষ সেখানে হামলা চালায়। তারা ওরশের জন্য তৈরি করা প্যান্ডলসহ মাজারের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।’
প্রথম আলো এর ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের বিরাহীমপুর গুচ্ছগ্রামে অবস্থিত ‘রহিম শাহ বাবা ভান্ডারী মাজার’ নামের একটি মাজারে গত ২৮ ফেব্রুয়ারি হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সীরাতে মুস্তাকিম পরিষদ নামের একটি সংগঠনের ব্যানারে এলাকায় লাঠিমিছিল কর্মসূচির পর এই ভাঙচুরের ঘটনা ঘটে।
উল্লেখ্য, গণমাধ্যম সূত্রে জানা যায়, গত মার্চ মাসে বরগুনার আমতলী উপজেলায় ইসমাইল শাহ মাজারে বার্ষিক ওরস চলাকালে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে, সম্প্রতি অর্থাৎ গত ৪ আগস্ট বরগুনায় মাজারে পুনরায় হামলার কোনো তথ্য মূলধারার গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, গত ২৮ ফেব্রুয়ারি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ‘রহিম শাহ বাবা ভান্ডারী মাজার’ নামের একটি মাজারে হামলার ঘটনাকে গত ৪ আগস্ট বরগুনায় মাজারে হামলা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Voice of Dhaka : দিনাজপুর, ঘোড়াঘাটের মাজারে বার্ষিক ওরস অনুষ্ঠানে আগুন দিয়েছে তৌহিদী জনতা!
- DBC NEWS : দিনাজপুরে মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ
- bdnews24.com : দিনাজপুরে মাজারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ
- Prothom Alo : ঘোড়াঘাটে ওরস আয়োজনের প্রস্তুতির মধ্যে মাজারে ভাঙচুর-অগ্নিসংযোগ
- Prothom Alo : বরগুনায় মধ্যরাতে মাজারে হামলা-আগুন, আহত ২০