সম্প্রতি, আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা যাচাই করতে একটি গোপন জরিপ করেছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি তথ্য প্রচার করা হয়েছে। এমন দাবিতে প্রচারিত পোস্টগুলোতে বলা হয়, উল্লিখিত গোপন জরিপে ৭ কোটি মানুষ অংশগ্রহণ করেন। জরিপের তথ্যানুযায়ী সর্বোচ্চ সংখ্যক ভোট আওয়ামী লীগ পেয়েছে বলেও পোস্টগুলোতে দাবি করা হয়। কথিত ওই জরিপের ফলাফল:
১. আওয়ামী লীগ -৫২% সমর্থক, ৩ কোটি ৫৪ লাখ ভোট পাবে বলে জরিপে জানিয়েছেন ভোটাররা।
২. জামায়াতে ইসলামী – ২০% সমর্থক, জানিয়েছেন ১ কোটি ৫৪ লাখ ভোটার।
৩. বিএনপি – ১৪% সমর্থক, সমর্থন জানিয়েছেন ১ কোটি ১ লাখ ভোটা।
৪. এনসিপি – ৫% সমর্থক, ভোট দিয়েছে ৩৬ লাখ ভোটার
৫. ইসলামি আন্দোলন – ৩% সমর্থক, ২১ লাখ ভোটার এই রায় দিয়েছে।
৬. জাতীয় পার্টি- ২% সমর্থক, সমর্থন জানিয়েছেন ১৪ লাখ ভোটার।
এছাড়াও বাকি দলগুলোর নাম ভোটাররা জানেন না বলেও পোস্টগুলোতে বলা হয়।

ইউটিউবে প্রচারিত এমন তথ্য সম্বলিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা যাচাইয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা কোনো জরিপ পরিচালনা করেনি। প্রকৃতপক্ষে, আল-জাজিরার নাম ব্যবহার করে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে দাবিটি প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে আল-জাজিরার ওয়েবসাইট পর্যালোচনার পাশাপাশি ওয়েবসাইটে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে তথ্যটির সত্যতা যাচাইয়ের চেষ্টা করা হয়। কিন্তু আল-জাজিরার ওয়েবসাইটে এমন কোনো জরিপের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়াও আল-জাজিরার ফেসবুক পেজেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি বাংলাদেশ ইস্যুতে গণমাধ্যমটিতে কোনো প্রতিবেদন প্রকাশিত হলে তা তিনি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে শেয়ার করে থাকেন। তিনি প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে নিজের মতামতের পাশাপাশি অনেক তথ্যও তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করে থাকেন। তবে জুলকারনাইন সায়েরের ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করেও আল-জাজিরার এমন কোনো গোপন জরিপের তথ্য বা এই সংক্রান্ত তার কোনো পোস্টের সন্ধান পাওয়া যায়নি।
এছাড়াও দেশিয় কোনো গণমাধ্যমেও এমন কোনো তথ্যের সন্ধান পাওয়া যায়নি।
সুতরাং, আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গোপন জরিপ পরিচালনা করেছে এবং তাতে আওয়ামী লীগের সর্বোচ্চ ভোট পেয়েছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।