পাকিস্তানের বিপক্ষে হারায় দায় কাঁধে নিয়ে কোচ সালাউদ্দিনের পদত্যাগের দাবিটি মিথ্যা

গত ২৫ সেপ্টেম্বর এশিয়া কাপের সেমিফাইনালের ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপরীতে মাঠে নামে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের ১৩৫ রানের টার্গেটে মাত্র ১১ রানের ব্যবধানে ১২৪ করে ঘরে ফেরে বাংলাদেশ। এরই প্রেক্ষিতে, উক্ত ম্যাচ হারায় দায় কাঁধে নিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন- শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হারার পর জাতীয় দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগের ঘোষণা দেননি, বরং কোন তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। 

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্র মোহাম্মদ সালাউদ্দিনের পদত্যাগ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

এছাড়া, মোহাম্মদ সালাউদ্দিনের ফেসবুক অ্যাকাউন্ট কিংবা পেজেও এসংক্রান্ত কোন তথ্য পাওয়া যায়নি। 

এরপর আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। ফেসবুক মনিটরিং টুলস ব্যবহার করে ‘Sports Buzz’ নামক একটি পেজ থেকে গত ২৬ সেপ্টেম্বর দুপুর ১২ টা ১৬ মিনিটে এই দাবিতে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি পাওয়া যায়। 

Screenshot: Facebook 

তবে, উক্ত পোস্টটিতে কোন সূত্র উল্লেখ করা হয়নি। 

অর্থাৎ, কোন তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

সুতরাং, পাকিস্তানের বিপক্ষে লজ্জার হারের দায় কাঁধে নিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন কোচ সালাউদ্দিন- শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img